এই আইপিএল শেষ হওয়ার পরই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টিটোয়েন্টি সিরিজ রয়েছে ভারতীয় দলের। ৯ জুন থেকে শুরু হবে ভারত- দক্ষিণ আফ্রিকা পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সেই উপলক্ষ্যে লোকেশ রাহুলের নেতৃত্বে ১৮ সদস্যের ভারতীয় দল বেছে নিয়েছেন নির্বাচকরা।
বেশ কয়েকজন সিনিয়র ভারতীয় ক্রিকেটার ফের ভারতীয় দলে সুযোগ পেয়েছেন। তাদের মধ্যে অন্যতম হলেন দীনেশ কার্তিক। দীর্ঘদিন পর ফিরেছেন হার্দিক পান্ডিয়াও। তবে দক্ষিণ আফ্রিকা সিরিজে দীনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়াদের খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তার কারণ বিসিসিআই এর কড়া নিয়ম।
বিসিসিআই এর তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে প্রত্যেক ভারতীয় ক্রিকেটারকে ফিটনেস পরীক্ষায় পাশ করতে হবে। তবেই তারা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাঠে নামতে পারবেন। প্রায় দুমাস ধরে আইপিএল খেলছেন ক্রিকেটাররা। প্রত্যেকেই আলাদা আলাদা কোচ আলাদা আলাদা ফিজিওর কাছে আলাদা আলাদা ভাবে ট্রেনিং করছেন। এছাড়াও বেশ কয়েক জন ক্রিকেটারের হালকা চোট রয়েছে। আর তাই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের আগে প্রত্যেক ভারতীয় ক্রিকেটারের ফিটনেস পরীক্ষায় পাস করা বাধ্যতামূলক।