Arijit

ইংল্যান্ডকে উড়িয়ে দিয়ে ওভালে ঐতিহাসিক জয় ভারতের, ফিরল ৫০ বছর আগের স্মৃতি

ওভালে চতুর্থ টেস্টে মুখোমুখি হয়েছিল ভারত এবং ইংল্যান্ড। এই ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড অধিনায়ক জো রুট। এর ফলে প্রথমে ব্যাটিং করে ভারত। ব্যাটিং করতে নেমে ব্যাটিং বিপর্যয় ঘটে ভারতীয় দলের। পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। তবে অধিনায়ক বিরাট কোহলির 50 এবং শার্দুল ঠাকুরের 57 রানে ভর করে প্রথম ইনিংসে 191 রান করে ভারত।

   

জবাবে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে 290 রান করে ভারতের থেকে 99 রানে এগিয়ে যায় ইংল্যান্ড। চাপে পড়ে টিম ইন্ডিয়া। তবে দ্বিতীয় ইনিংসে 466 রানের বিরাট স্কোর খাড়া করে ইংল্যান্ডের সামনে জয়ের জন্য 367 রানের টার্গেট ছুড়ে দেয় ভারত।

চতুর্থ দিনে ব্যাট করতে নেমে শুরুতে কিছুটা রান তোলার চেষ্টা করলেও পঞ্চম দিনের শুরু থেকেই ম্যাচ ড্র করার জন্য প্রানপণে চেষ্টা করতে থাকেন ইংলিশ ব্যাটসম্যানরা। বেশিরভাগ বল তারা শুধু ব্যাটে লাগিয়েই ছেড়ে দিচ্ছিলেন কোন রকম আক্রমণাত্মক শট খেলার অর্থাৎ রান করার চেষ্টা করছিলেন না ইংলিশ ব্যাটসম্যানরা। তাদের টার্গেট ছিল ক্রিজে দাঁড়িয়ে থেকে উইকেট বাঁচানো।

তবে ভারতীয় বোলারদের আগুনে বোলিংয়ের সামনে তেমনটা করতে পারল না ইংরেজ ব্যাটসম্যানরা। 210 রানেই শেষ হয়ে গেল ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস। 157 রানের বিরাট ব্যবধানে চতুর্থ টেস্ট জিতে নিল ভারত। সেইসঙ্গে সিরিজে 2-1 ফলাফল এগিয়ে গেল টিম ইন্ডিয়া। অর্থাৎ যায় হয়ে যাক না কেন ভারত আর এই সিরিজে হারবে না।