বলিউড,বিনোদন,গসিপ,আমির খান,সলমন খান,রণবীর সিং,শাহিদ কাপুর,Bollywood,Entertainment,Gossip,Aamir Khan,Salman Khan,Ranveer Singh,Shahid Kapoor

Moumita

আমির থেকে সালমান, ব্লকবাস্টার সিনেমা দিয়ে ৫০০ কোটির ছবি উপহার দিয়েছেন এই ৮ ভারতীয় তারকা

ভারতীয় চলচ্চিত্রে ১০০ কোটির সিনেমা এখন জলভাত হয়ে দাঁড়িয়েছে। কোনো হাইফাই তারকা ছাড়াই চলতি বছরে ‘দ্য কাশ্মীর ফাইলস’ এবং ‘কার্তিকেয়া ২’ এর মত ছবিগুলি ১০০ কোটির মাইলফলক পার করে বহুদুর এগিয়ে গিয়েছে। এমনকি বিভিন্ন আঞ্চলিক ভাষার ছবির কাছেও ১০০ কোটি এখন জলভাত। এমতাবস্থায় বিগ বাজেটের ছবিগুলির কাছ থেকে ৩০০ থেকে ৫০০ কোটি আশা করা কি খুব অস্বাভাবিক? আজকের প্রতিবেদনে এমনই কিছু তারকার কথা বলবো যারা সর্বাধিক ৫০০ কোটির ছবি উপহার দিয়ে রেকর্ড তৈরি করেছেন।

   

১. আমির খান (৪টি সিনেমা) : বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। অভিনেতার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘লাল সিং চাড্ডা’ ডিজাস্টারের খাতায় নাম লেখালেও তার আগের বেশ কিছু ছবি ভালোই ব্যবসা করেছে। ‘ধুম থ্রি’, ‘পিকে’, ‘সিক্রেট সুপারস্টার’ এবং ‘দাঙ্গাল’ এই ৪ টি ছবি গোটা বিশ্বজুড়ে ৫০০ কোটিরও বেশি আয় করেছে।

বলিউড,বিনোদন,গসিপ,আমির খান,সলমন খান,রণবীর সিং,শাহিদ কাপুর,Bollywood,Entertainment,Gossip,Aamir Khan,Salman Khan,Ranveer Singh,Shahid Kapoor

৩. সালমান খান (৩টি সিনেমা) : ভাইজানও রয়েছেন এই তালিকায়। আমির খানের পর দ্বিতীয় সর্বোচ্চ ৫০০ কোটি রুপির সিনেমা উপহার দিয়েছেন সালমান খান। ‘বজরঙ্গী ভাইজান’, ‘সুলতান’ এবং ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবি তিনটি বিশ্বব্যাপী ৫০০ কোটির বেশি আয় করেছিলো।

বলিউড,বিনোদন,গসিপ,আমির খান,সলমন খান,রণবীর সিং,শাহিদ কাপুর,Bollywood,Entertainment,Gossip,Aamir Khan,Salman Khan,Ranveer Singh,Shahid Kapoor

৩. প্রভাস (২টি সিনেমা) : এসএস রাজামৌলী পরিচালিত ‘বাহুবলী’ সিরিজের মাধ্যমে রাতারাতি প্যান ইন্ডিয়া তারকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন প্রভাস। এই ফ্র্যাঞ্চাইজির দুটি ছবিই রেকর্ড ব্যবসা করেছিলো।

বলিউড,বিনোদন,গসিপ,আমির খান,সলমন খান,রণবীর সিং,শাহিদ কাপুর,Bollywood,Entertainment,Gossip,Aamir Khan,Salman Khan,Ranveer Singh,Shahid Kapoor

৪. যশ (১টি সিনেমা) : প্রশান্ত নীল পরিচালিত ‘কেজিএফ চ্যাপ্টার ২’ এই বছরের সর্বোচ্চ আয়করি ছবিগুলির মধ্যে অন্যতম। বিশ্বব্যাপী ৫০০ কোটির বেশি আয় করেছে যশের এই ছবিটি।

বলিউড,বিনোদন,গসিপ,আমির খান,সলমন খান,রণবীর সিং,শাহিদ কাপুর,Bollywood,Entertainment,Gossip,Aamir Khan,Salman Khan,Ranveer Singh,Shahid Kapoor

৫. জুনিয়র এনটিয়র এবং রাম চরণ তেজা (১টি সিনেমা) : চলতি বছরেই মুক্তি পেয়েছে জুনিয়র এনটিয়র এবং রাম চরণ তেজা অভিনীত ছবি ‘ট্রিপল আর’। এসএস রাজামৌলী পরিচালিত এই ছবিটিও এই বছরের সর্বোচ্চ আয়করি ছবিগুলির মধ্যে অন্যতম। প্রসঙ্গত ছবিটির মোট আয় ১০০০ কোটিও ছাড়িয়ে গেছে।

বলিউড,বিনোদন,গসিপ,আমির খান,সলমন খান,রণবীর সিং,শাহিদ কাপুর,Bollywood,Entertainment,Gossip,Aamir Khan,Salman Khan,Ranveer Singh,Shahid Kapoor

৬. শাহিদ কাপুর এবং রনবির সিং (১টি সিনেমা) : সঞ্জয়লীলা বানসালি পরিচালিত ‘পদ্মাবত’-র নামও রয়েছে এই ছবিতে। শাহিদ-রণবীর-দীপিকার অসাধারণ অভিনয় অন্য মাত্রা এনে দিয়েছিলো ছবিতে। বক্স অফিসে ৫০০ কোটিরও বেশি আয়করি ছবিগুলির মধ্যে এটিও একটি।