Arijit

ভারত নাকি পাকিস্তান! কে জিতবে টি-২০ বিশ্বকাপ? জানালেন ইয়ান বিশপ

শনিবার থেকে শুরু হচ্ছে টিটোয়েন্টি বিশ্বকাপের সুপার 12 এর ম্যাচ। তার আগেই এবারের বিশ্বকাপে নিজের ফেভারিট দলের নাম ঘোষণা করে দিলেন প্রাক্তন ক্যারিবিয়ান তারকা পেসার ইয়ান বিশপ। ইয়ান বিশপ এর মতে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের সব দল গুলিই শক্তিশালী। তবে বিশ্বকাপ জেতার ক্ষমতা রয়েছে ভারত, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তানের মতো দলগুলির।

   

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে আইসিসির অফিশিয়াল ব্রডকাস্ট সংস্থার হয়ে ধারাভাষ্যকারের ভূমিকায় দেখা যাবে ইয়ান বিশপকে। এই মুহূর্তে তিনি সেখানেই রয়েছেন। এক সাক্ষাতকারে তিনি বলেন, “আপনাকে বাস্তবটা মানতেই হবে। এবারের বিশ্বকাপের শিরোপা জয়ের জন্য একাধিক ফেভারিট দল রয়েছে।’ তিনি আরও বলেন, ‘ভারতের লাইন আপে একাধিক তারকা ক্রিকেটার রয়েছেন। ইংল্যান্ডের দলে একাধিক আক্রমণাত্মক ব্যাটার রয়েছেন। নিউজিল্যান্ডের বোলিং অ্যাটাক বিপদজ্জনক। ওয়েস্ট ইন্ডিজ দলের অভিজ্ঞতা প্রচুর। পাকিস্তান দলও বল হাতে খুব ভয়ঙ্কর। ফলে আমি আশা করছি একাধিক ফেভারিটকে আমরা দেখতে পাব।’

উল্লেখ্য, 2016 সালে টিটোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ইয়ান বিশপের সেই বিখ্যাত উক্তি ‘কার্লোস ব্রাথওয়েট রিমেম্বার দা নেম’ আজও ক্রিকেট প্রেমীদের মনে আছে।