Arijit

দক্ষিণ আফ্রিকার মাটিতে দুর্দান্ত সেঞ্চুরি রাহুলের, ভাঙলেন ১৫ বছরের রেকর্ড

আজ থেকে শুরু হয়েছে ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে প্রথম টেস্ট ম্যাচ। এই টেস্ট ম্যাচ ভারতের কাছে খুবই গুরুত্বপূর্ণ কারণ এখনও পর্যন্ত এই দক্ষিণ আফ্রিকার মাটিতে কোন টেস্ট সিরিজ জিততে পারেনি ভারত। স্বাভাবিক ভাবেই এই টেস্ট সিরিজ জিততে মরিয়া টিম ইন্ডিয়া।

   

এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ভারত অধিনায়ক বিরাট কোহলি। প্রথম দিন ব্যাটিং করতে নেমে দুর্দান্ত ইনিংস শুরু করেন ভারতের দুই ওপেনার মায়াঙ্ক আগারওয়াল ও কে এল রাহুল। দুই ওপেনার সেঞ্চুরি পার্টনারশিপ করেন। ভারতের রান 117 রানের মাথায় ব্যক্তিগত 60 রান করে আউট হন ভারত ওপেনার মায়াঙ্ক আগারওয়াল। সেঞ্চুরি মিস করেন মায়াঙ্ক আগারওয়াল।

তবে মায়াঙ্ক আগারওয়াল সেঞ্চুরি মিস করলেও দুর্দান্ত সেঞ্চুরি করেন আরেক ওপেনার কে এল রাহুল। দক্ষিণ আফ্রিকার মাটিতে সেঞ্চুরি করে ফেললেন ভারতের সহ অধিনায়ক কে এল রাহুল। দ্বিতীয় ভারত ওপেনার হিসেবে দক্ষিণ আফ্রিকার মাটিতে সেঞ্চুরি করার নজির গড়লেন কে এল রাহুল। রাহুলের আগে 2006 সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম সেঞ্চুরি করেন ওয়াসিম জাফর। দীর্ঘ 15 বছর পর ফের ভারত ওপেনার হিসেবে দক্ষিণ আফ্রিকার মাটিতে সেঞ্চুরি করলেন রাহুল।