জমে উঠেছে স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’। একদিকে মিশকার শয়তানি অন্যদিকে লাবণ্যর বিশ্বাস, কে জিতবে এই খেলায়? এরকম টানটান উত্তেজনার মধ্যে ধারাবাহিকে ফিরে এসেছে কবির। আর তাও আবার একা নয়, স্ত্রী-কে সাথে নিয়ে। এমতাবস্থায় কোন দিকে মোড় নেবে সিরিয়ালের গল্প?
যারা নিয়মিত ধারাবাহিকটি দেখছেন তার তো জানেনই যে, লাবণ্য একটি ফ্লাওয়ার আর্ট কম্পিটিশনের আয়োজন করেছিল। আর সেই প্রতিযোগীতায় বিজয়ী হয় দীপা। যদিও প্রাইজের টাকাটা দীপা আর নেয়নি। আর তারপরেই ধারাবাহিকে এসেছে নতুন টুইস্ট।
আজকের প্রতিবেদনে সকলেই দেখতে পাবেন যে, বহুদিন পর টেলিভিশনের পর্দায় ফিরে এসেছেন বিখ্যাত কবি কবির। তাকে নিয়ে প্রোগ্রামের আয়োজন করেছে এক টিভি চ্যানেল। আর সেই প্রোগ্রাম দেখছে গোটা সেনগুপ্ত পরিবার। এমতাবস্থায় সঞ্চালিকা কবিরকে তার স্ত্রীর কথা জিজ্ঞেস করলে, নিজের স্ত্রীর সাথে সকলের পরিচয় করিয়ে দিতে চায় কবির।
কবিরের স্ত্রীকে দেখানো হবে আর ঠিক তখনই মিশকা চালে তার নতুন চাল। সূর্যর রাগে আরেকটু ঘি ঢেলে বলে, সে কি কবিরের পাশে দীপাকে দেখতে পারবে? আর এটা শুনেই রাগে ফেটে পড়ে সূর্য। রাগের বশে টিভি, রিমোট সব ভেঙে ফেলে সে। অর্থাৎ এবারও সত্যির থেকে দূরে রয়ে গেল সে।
অন্যদিকে কবির তার স্ত্রী-কে নিয়ে পৌঁছায় দীপার বাড়ি। সেখানে কবিরের স্ত্রী-কে দেখে দীপা তো অবাক। সে আর কেউ নয়, স্বয়ং শিবানী। যে নার্স দীপাকে আশ্রয় দিয়েছিল সেই নার্স হল কবিরের স্ত্রী। দীপার মুখে সূর্যর বিয়ের কথা শুনে চমকে যায় সে। শিবানী ভাবতে থাকে সূর্য নতুন বিয়ে করলে সোনার কী হল?
এদিকে লাবণ্য এবং প্রবীরের আলোচনা থেকেও স্পষ্ট যে খুব শীঘ্রই একটা বড়ো কিছু ঘটতে চলেছে। লাবণ্য প্রবীরকে জানায় কবিরের আগমণে সে একটা নতুন আশার আলো দেখতে পাচ্ছে। এখন শিবানী এবং লাবণ্য সামনা সামনি হলে কী হয় এটাই দেখার। এরপরের ঘটনা সম্পর্কে আপডেট পেতে চোখ রাখুন আমাদের পোর্টাল Newzshort.com এ।