Travel

Moumita

ছোট্ট এক অচেনা গ্রাম, সৌন্দর্য্যে টেক্কা দেবে দার্জিলিংকেও, কম খরচে আজই ঘুরে আসুন এই অফবিট জায়গা থেকে

সমতলে খানিক স্বস্তির হাওয়া বইলেও দুপুর বেলাটা এখনও প্রাণ আইঢাই করার মত অবস্থা। অ্যালার্ট জারি করা হয়েছে সরকারের তরফ থেকেও। এমতাবস্থায় অনেকেই বেরিয়ে (Travel) পড়তে চাইছেন অফবিট দার্জিলিং-র (Offbeat Darjeeling) টানে। তাছাড়া প্রকৃতি পাহাড়কে এমনভাবে সাজিয়েছে যে, শীত হোক কী গ্রীষ্ম, মানুষ পাহাড়ে গেলে আনন্দ পাবেই।

   

কিন্তু পাহাড়ে বিরাট ভিড় দেখে আর দার্জিলিংয়ের দিকে আর পা না বাড়িয়ে সোজা ডুয়ার্স চলে যাচ্ছেন। আজ আপনাদের জন্য পাহাড়ের কোলেই এই দারুণ স্থানের খোঁজ নিয়ে হাজির হয়েছি। তেমনই অফবিট এক গ্রামের খোঁজ নিয়ে আবারো হাজির আমরা। কার্শিয়াংয়ের কাছে অবস্থিত গ্রামটি ঘোরার জন্য এককথায় ‘আদর্শ’।

আমাদের আজকের গন্তব্য হল বাগোরা (Bagora)। ৭১৫০ ফুট উঁচুতে অবস্থিত এই ছোট্ট পাহাড়ি গ্রামের অপরূপ সৌন্দর্য আপনাকে টানবেই। তাই হাতে কয়েকদিনের ছুটি পেলে আজই বেরিয়ে পড়ুন বাগোরার উদ্দেশ্যে। ছোট্ট পাহাড়ঘেরা এই এলাকা কিন্তু দারুণ সুন্দর দেখতে। একদম নির্জন, নিরিবিলির মাঝে ছোট্ট গ্রাম বাগোরা।

Offbeat Darjeeling,Chatakpur,Offbeat Destination,Dawaipani Darjeeling,Travel,Leochajagat,Bagora,অফবিট ডেস্টিনেশন,দার্জিলিং,লেপচাজগৎ,চটকপুর,দাওয়াইপানি,ভ্রমণ,বাগোরা,অফবিট দার্জিলিং

মেঘ পাহাড় আর ঝর্ণার সাথে গহীন জঙ্গলের কম্বিনেশন এককথায় ভালো লাগতে বাধ্য! পথ চলতেই দেখতে পাবেন ফুলের বাহার। সবুজে সবুজময় চারিদিকে তাকালেই যেন মন ভালো হয়ে যায়। আর তারসাথে আপনাকে স্বাগত জানানোর জন্য সারি সারি দাঁড়িয়ে রয়েছে পাহাড়। হোমস্টের জানালা থেকে দেখা পাহাড়ের এই দৃশ্য মনে থাকবে আজীবন।

এছাড়া ভিন্ন ধরণের ভিউ পয়েন্টে যেতে চাইলে গাড়ি ভাড়া করে বেরিয়ে পড়তেই পারেন তিনি। অ্যাডভেঞ্চার প্রিয় মানুষদের জন্য রয়েছে দূর্দান্ত ট্রেকিংয়ের সুবিধা। দু-এক দিন থাকার প্ল্যান থাকলে হোম স্টে তো রয়েইছে।‌ এবং তাও আবার কম বাজেটের মধ্যেই। আর তারসাথে কমলালেবুর বাগানের অপরূপ সৌন্দর্য।

কীভাবে যাবেন : এনজেপি থেকে গাড়ি করে পৌঁছে যাবে বাগোরা। গোটা রাস্তার জার্নিটা কিন্তু স্মৃতির মনিকোঠরে গেঁথে থাকবে। বেশিক্ষণ লাগবেওনা এখানে পৌঁছাতে। আয়েশ করে ঘুরে আসুন এই স্থান।