Vande Bharat

Moumita

চালু হচ্ছে হাওড়া-পুরী বন্দে ভারত, সুপার ফাস্ট ট্রেনের ভাড়া কত? সময় কত লাগবে?

ধীরে ধীরে রেল (Indian Railway) পরিষেবাকে আগের থেকে অনেকটাই উন্নত করা হচ্ছে। বিশেষকরে যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে গড়ে তোলা হচ্ছে নানান যুগোপযোগী অবকাঠামো। ইতিমধ্যেই দেশের অন্দরে বানানো হয়েছে বন্দে ভারত (India)  এক্সপ্রেসের (Vande Bharat Express) মতো ট্রেন (Train)।

   

পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই ছুটতে শুরু করেছে নতুন হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস। আবার শীঘ্রই শুরু হবে হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস। সেই হিসেবে মোট দুটি বন্দে ভারত পেতে চলছে বাংলা।

দ্বিতীয় ট্রেনটি ১৫মে থেকে ছুটবে হাওড়া এবং পুরীর মধ্যে। বহুদিন ধরেই এই রুটে ট্রেন আসা নিয়ে অপেক্ষায় ছিল মানুষ। এবার সেই অপেক্ষার অবসান হতে চলেছে। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত দিয়ে উদ্বোধন হতে চলেছে ট্রেনটি। যদিও মোদীজি সেখানে সশরীরে উপস্থিত থাকবেন কিনা তা এখনো জানা যায়নি।

সূত্র মারফৎ জানা যাচ্ছে ট্রেনটির উদ্বোধন হবে পুরি অথবা ভুবনেশ্বর স্টেশন থেকে। ইতিমধ্যেই ট্রেনের সময়সূচী প্রকাশ হয়েছে, এবার কৌতূহল কত ভাড়া হতে পারে। এখনো অবধি অফিশিয়াল ভাড়া জানানো হয়নি, কিন্তু অনুমান করা হচ্ছে যে, হাওড়া থেকে পুরী এসি চেয়ারকারের জন্য ভাড়া হতে পারে ১৫০০ টাকার মধ্যে। এছাড়া এক্সিকিউটিভ চেয়ারকারের জন্য ২৭০০ টাকার আশেপাশে ভাড়া হতে পারে।