টলিউড (Tollywood) জগতে এমন বহু তারকাই আছেন যাদের জীবনে প্রেম আসলেও খুব বেশিদিন টেকেনি সেই সম্পর্ক । আর তারপর থেকেই একাই জীবনযাপন করছেন টেলি অভিনেত্রীরা(Tele Actress)। এমনকি বিয়েও ভেঙেছে বেশ কিছু অভিনেত্রীর। চলুন জেনে নিই সেই তালিকায় রয়েছেন কারা।
প্রেম সকলের জীবনেই নিয়ে আসে আনন্দের মুহূর্ত। অনেকেরই এই সম্পর্ক গড়ায় বিয়ে পর্যন্ত। অনেকেরই আবার সম্পর্কে ধরে ভাঙ্গন। বছর পেরোনোর আগেই ভেঙে চুরমার হয়ে যায় সম্পর্ক। তবে শুধুমাত্র প্রেম না অনেকেরই বিয়ে ভেঙে চুরমার হয়ে যায়। কেবলমাত্র সাধারণ মানুষ নয় অভিনেতা-অভিনেত্রীদেরও মুখোমুখি হতে হয় এই সমস্যার।
মিমি চক্রবর্তী : টলিউড জগতের অন্যতম সেরা অভিনেত্রী মিমি চক্রবর্তী। একটা সময় ধারাবাহিকের হাত ধরে অভিনয় শুরু করেছিলেন তিনি। তবে বর্তমানে তিনি দাপিয়ে বেড়াচ্ছেন টলিপাড়া। শোনা যায়, পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে নাকি সম্পর্ক তৈরী হয়েছিল অভিনেত্রীর। তবে সেই সম্পর্ক টেকেনি খুব বেশিদিন। বর্তমানে সিঙ্গেল রয়েছেন তিনি ।
মধুমিতা সরকার : ক্যারিয়ারের শুরুতেই পরিচালক সৌরভ চক্রবর্তীর সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন অভিনেত্রী। তবে সেই সম্পর্কে ধরে ভাঙ্গন। আপাতত সিঙ্গেল রয়েছেন তিনি। তবে টলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে, সৌরভ দাসের সঙ্গে নাকি প্রেম করছেন তিনি। যদিও এই বিষয়ে সিলমোহর দেননি দুই তারকা।
ঋতাভরী চক্রবর্তী : টলিপাড়ার সেরা অভিনেত্রীদের তালিকায় প্রথমেই উঠে আসে ঋতাভরীর নাম। খুব অল্প সময়ের মধ্যেই জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গিয়েছেন তিনি। একটা সময় বন্ধু তথাগতের সঙ্গে নাম জড়িয়েছিল তাঁর। তবে বর্তমানে সিঙ্গেল রয়েছেন অভিনেত্রী।
শ্রাবন্তী চট্টোপাধ্যায় : বিতর্কিত অভিনেত্রী শ্রাবন্তী। একাধিকবার প্রেম এসেছে তাঁর জীবনে। এমনকি তিন তিনবার বিয়েও করেছেন তিনি। তবে বারবার ভেঙেছে বিয়ে। আপাতত ছেলেকে নিয়ে একই আছেন এই অভিনেত্রী।
এনা সাহা : অভিনয়ের হাত ধরে পা রেখেছিলেন টলিউডে। বর্তমানে সামলাচ্ছেন প্রযোজকের দায়িত্ব। নিজের কেরিয়ার নিয়ে ভীষণ সচেতন এই অভিনেত্রী। আজ পর্যন্ত তাঁর প্রেম নিয়ে কিছুই জানা যায়নি।
পার্নো মিত্র : একধিক পরিচালকের সঙ্গে নাম জড়িয়েছে পার্নো মিত্রের। তবে কার সাথে তিনি প্রেম করছেন সে বিষয়ে কখনই মুখ খোলেননি অভিনেত্রী।
ইশা সাহা : অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্তের সঙ্গে নাম জড়িয়েছে এই অভিনেত্রীর। তবে গুঞ্জন থাকলেও এই বিষয়ে সিলমোহর দেননি কেউই।