Mithun Chakraborty

Moumita

‘মহাগুরু’র বড় চমক, ‘প্রজাপতি’র সাফল্যের পর আবার বাবা-মেয়ের জুটি নিয়ে ফিরছেন মিঠুন চক্রবর্তী

আজ ৭২ বছর বয়সেও তিনি যেভাবে কাজ করে যাচ্ছেন তা অনেক উঠতি নায়কের কাছে বেশ ঈর্ষণীয়। এমনিতেই তিনি মহাগুরু, তার উপর একের পর এক হিট ছবির সমাহার, সবে মিলিয়ে গোটা ইন্ডাস্ট্রি এখন মিঠুনময়। এইমুহুর্তে তার স্টারডমের ধারে কাছেও আসতে পারবেনা কেউ। এমনকি সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি প্রজাপতি নিয়ে প্রশংসা করেছে কট্টর সমালোচকরাও।

   

বিশেষ করে দেব এবং মিঠুনের (Mithun Chakraborty) বাবা ছেলের কেমিস্ট্রি সকলেই বেশ পছন্দ করেছেন। আর তারপরেই এল আরো এক সুখবর। সূত্রের খবর, খুব শীঘ্রই আরো এক বাংলা ছবিতে দেখা যাবে তাকে। তবে সেটা কোনো টলিউড ছবি নয়, বরং তাকে দেখা যাবে ঢালিউড ছবিতে। অর্থাৎ বাংলাদেশী (Bangladesh) ছবিতে কাজ করবেন মিঠুন।

স্টুডিওপাড়ার খবর, সেই নিয়ে প্রাথমিক কথাবার্তাও সেরে রেখেছেন তিনি। প্রসঙ্গত, এর আগে প্রায় ১৩ বছর আগে বাংলাদেশী ছবিতে অভিনয় করেছিলেন তিনি। তারপর আবার পা রাখতে চলেছেন ঢালিপাড়ায়। এই নিয়ে চিত্রনাট্যকর আব্দুল জাহির বলেন, ‘ছবির গল্প নিয়ে তিন মাস ধরে আমাদের কথা চলছিল। চিত্রনাট্য আমরা আগেই পাঠিয়েছিলাম। রবিবার এই প্রসঙ্গে বিস্তারিত কথা হল’।

Mithun Chakraborty,Mithun Chakraborty Dhallywood movie,Mithun Chakraborty Bangladeshi movie,মিঠুন চক্রবর্তী,ঢালিউড,বিনোদন,Entertainment,Bangla,Bengali,Bengali News,Bangla Khobor,Bengali Khobor

আব্দুল জাহির আরো বলেন, ‘মিঠুনের বেশ পছন্দ হয়েছে চিত্রনাট্য। যদিও এখনই সময় দিতে পারছেন না তিনি। কারণ তার হাতে আরো বেশ কিছু কাজ রয়েছে। সেসব দেখেই শিডিউল জানাবেন তিনি।’ চিত্রনাট্যকারের আশা ঈদের আগে সমস্ত চুক্তি হয়ে যাবে তাদের। আর তাহলে অক্টোবর মাসের মধ্যে ছবির শুটিংও সম্পন্ন হয়ে যাবে।

Mithun Chakraborty,Mithun Chakraborty Dhallywood movie,Mithun Chakraborty Bangladeshi movie,মিঠুন চক্রবর্তী,ঢালিউড,বিনোদন,Entertainment,Bangla,Bengali,Bengali News,Bangla Khobor,Bengali Khobor

মিঠুন ভক্তদের আরো একটা খবর জানিয়ে রাখি, দেবের সাথে বাবা ছেলের জুটি বাঁধার পর এবার বাবা মেয়ের জুটিতে অংশ নিচ্ছেন তিনি। বাংলাদেশী এই ছবিতে নায়িকার বাবার চরিত্রে দেখা যাবে মিঠুনকে। প্রাপ্ত খবর অনুযায়ী, ছবির নাম হতে চলেছে ‘হিরো’। যদিও ছবির জন্য এখনো কিছুদিন অপেক্ষা করতে হবে মহাগুরুর ভক্তদের।