World Facts

Moumita

বাস্তব না অবাস্তব ধরতেই পারবেন না, পৃথিবীর সবথেকে সুন্দর ১০ টি জায়গা, যা একবার দেখলে ভোলা যাবে না

প্রাকৃতিক সৌন্দর্য এবং রহস্যে ঘেরা বৈচিত্র্যময় এই পৃথিবী ( World) সম্পর্কে মানুষের কৌতুহলের অন্ত নেই। কৌতুহলী মানুষ পৃথিবীর কোনা কোনা জানার আকাঙ্খায় চষে বেড়াচ্ছে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত। প্রকৃতিও সেই তালে তাল মিলিয়ে উন্মুক্ত করছে তার বৈচিত্র্যময় সৌন্দর্যের (World Most Beautiful Place) আবরণ। আর এইসব দর্শনীয় স্থানগুলি ভ্রমণপিপাসুদের কাছে হয়ে উঠেছে আকর্ষণের কেন্দ্রবিন্দু। আজকের প্রতিবেদনে এমনই কিছু জায়গার সন্ধান দেব আপনাদের। যারমধ্যে একটি ভারতের (India)।

   

টরেস ডেল পাইন ন্যাশনাল পার্ক (Torres del Paine National Park) : চিলির এই পার্কটি রয়েছে তালিকার দশ নম্বরে। এখানকার অভূতপূর্ব দৃশ্য দেখলে মনেই হয়না এটি পৃথিবীর কোন জায়গা।

টরেস ডেল পাইন ন্যাশনাল পার্ক,Torres del Paine National Park,বাগান মন্দির,Bagan Mandir,তাজমহল,Tajmahal,রেইনবো মাউন্টেইন,Rainbow Mountain,নর্দান লাইটস,Northern Lights,World Most Beautiful Place,পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গা

বাগান মন্দির (Bagan Mandir) : বিভিন্ন সময়কালের প্রায় ২০০০ টি স্মৃতিস্তম্ভের ঐতিহাসিক স্থাপনা এবং স্তম্ভের জন্য বিখ্যাত হল বাগান মন্দির। মায়ানমারের সবচেয়ে ঐতিহ্যপূর্ণ স্থান এটি।

তাজমহল (Tajmahal) : তালিকায় অষ্টম স্থানে রয়েছে ভারতের তাজমহল। বলা হয় শাহজাহান তার বেগম মুমতাজের স্মৃতির উদ্দেশ্যে এই সমাধি সৌধ নির্মাণ করেছিলেন। দেশ বিদেশ থেকে লোক আসে এই সৌধ পরিদর্শন করতে।

টরেস ডেল পাইন ন্যাশনাল পার্ক,Torres del Paine National Park,বাগান মন্দির,Bagan Mandir,তাজমহল,Tajmahal,রেইনবো মাউন্টেইন,Rainbow Mountain,নর্দান লাইটস,Northern Lights,World Most Beautiful Place,পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গা

সালবার্ড (Svalbard) : বিশ্বব্যাপী নরওয়ে দেশটির পরিচিতি মধ্যরাতের সূর্যের দেশ বা নিশীথ সূর্যের দেশ হিসেবে। অর্থাৎ মধ্যরাতেও এই দেশটিতে সূর্যের দেখা মেলে। শুনতে অবাস্তব লাগলেও, প্রতিবছর লক্ষ লক্ষ মানুষ ভিড় করে এই দৃশ্য দেখতে।

লঙ্গসেঙ্গ রাইস টেরেস (Longsheng Rice Terraces) : চীনের এই স্থানটি জায়গা পেয়েছে তালিকার ষষ্ঠস্থানে। এই স্থানের সৌন্দর্য আপনাকে মুগ্ধ তো করবেই পাশাপাশি অবাক হতেও বাধ্য করবে।

রেইনবো মাউন্টেইন (Rainbow Mountain) : চীনের আরো একটি অবাক করা স্থান হল রেইনবো মাউন্টেইন। এই স্থানের বর্ননা হয়ত লিখে বোঝানো সম্ভব নয়।

টরেস ডেল পাইন ন্যাশনাল পার্ক,Torres del Paine National Park,বাগান মন্দির,Bagan Mandir,তাজমহল,Tajmahal,রেইনবো মাউন্টেইন,Rainbow Mountain,নর্দান লাইটস,Northern Lights,World Most Beautiful Place,পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গা

নর্দান লাইটস (Northern Lights) : পৃথিবীর মধ্যেই এক টুকরো স্বর্গ হল আইসল্যান্ডের নর্দার্ন লাইটস। অভূতপূর্ব সৌন্দর্যের কারণে তালিকার চতুর্থ স্থানে জায়গা করে নিয়েছে এই জায়গাটি।

টরেস ডেল পাইন ন্যাশনাল পার্ক,Torres del Paine National Park,বাগান মন্দির,Bagan Mandir,তাজমহল,Tajmahal,রেইনবো মাউন্টেইন,Rainbow Mountain,নর্দান লাইটস,Northern Lights,World Most Beautiful Place,পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গা

নওসওয়ানস্টেইন ক্যাসেল (Neuschwanstein Castle) : তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে জার্মানির এই দর্শনীয় স্থান। আর্থিক সমস্যা না থাকলে জীবনে একবার হলেও ঘুরে আসুন এই জায়গা থেকে।

টরেস ডেল পাইন ন্যাশনাল পার্ক,Torres del Paine National Park,বাগান মন্দির,Bagan Mandir,তাজমহল,Tajmahal,রেইনবো মাউন্টেইন,Rainbow Mountain,নর্দান লাইটস,Northern Lights,World Most Beautiful Place,পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গা

হাওয়াই দ্বীপ (Hawaii Land) : পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গাগুলির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে হাওয়াই দ্বীপ। অদ্ভুত সৌন্দর্যের কারণে তালিকার উপর দিকে উঠে এসেছে এই স্থান।

বোরা বোরা দ্বীপপুঞ্জ (Bora Bora Island) : এই তালিকার সবচেয়ে উপরে রয়েছে বোরা বোরা দ্বীপপুঞ্জ। এক অদ্ভুত স্বর্গীয় অনুভুতি মিলবে এই স্থানে। তবে খুব কম মানুষের কপালেই এই স্থান পরিদর্শনের সুযোগ মেলে।