Papiya Paul

স্বচ্ছ ভারত মিশন ২.০, দেশকে আবর্জনামুক্ত করতে ‘গোবর-ধন’ প্রকল্পের উদ্বোধন নরেন্দ্র মোদীর

গতকাল এশিয়ার বৃহত্তম সিএনজি প্ল্যান্ট ‘গোবর-ধন’-এর (Gobar-Dhan) উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন দুপুর ১ টা নাগাদ ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি এই প্রকল্পের সূচনা করেছেন। এই অনুষ্ঠানে তিনি ছাড়াও উপস্থিত ছিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী।

   

এই প্রকল্পের মূল মন্ত্র হলো স্বচ্ছ ভারত মিশন ২.০-এর অধীনে কেন্দ্র দেশের শহরগুলিকে আবর্জনা মুক্ত করবে। নতুন এই প্রকল্পের মাধ্যমে এই মিশন বাস্তবে পরিণত হতে পারে বলে মনে করা হচ্ছে। এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন যে আগামী দুই বছর দেশের ৭৫ টি বড় পুরসভায় এই ধরনের গোবর-ধন বায়ো-সিএনজি প্ল্যান্ট নির্মাণের কাজ সম্পন্ন হবে। আর এই অভিযান ভারতের শহরগুলিকে পরিষ্কার দূষণমুক্ত করবে। এর ফলে ব্যবহার বাড়বে ক্লিন এনার্জির।

জানা গিয়েছে, এই প্ল্যান্টের প্রতিদিন ৫৫০ টন পৃথকীকৃত জৈব বর্জ্য পরিশোধনের ক্ষমতা রয়েছে। এর সাথে প্রতিদিন প্রায় ১৭ হাজার কেজি সিএনসি এবং ১০০ টন জৈব কম্পোস্ট উৎপাদন হবে। গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাস, সার হিসাবে জৈব প্রধানের মত বেশ কিছু সুযোগ-সুবিধা পাওয়া যাবে।

জানা গেছে, ইন্দোর পুরসভা এই প্ল্যান্টের উৎপাদিত ন্যূনতম ৫০ শতাংশ সিএনজি গ্যাস কিনে নেবে। আর এই সিএনজির দ্বারা সেখানে চালানো হবে ৪০০ টি বাস। এই প্রকল্প দেশের সমস্ত শহরকে আবর্জনা মুক্ত করার লক্ষ্যে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।