বাংলা সিনেমা জগতের একজন প্রতিভাবান অভিনেত্রী হলেন জুন মালিয়া(June Malia)। ছোটপর্দা থেকে বড় পর্দার দুই জায়গাতেই অসাধারণ অভিনয় গুণের দ্বারা তিনি দর্শকদের মন জয় করে নিয়েছেন। অভিনয় জগতে দেখতে দেখতে ২৬ বছর পার করে ফেলেছেন অভিনেত্রী। আর তাই নিজে এই দীর্ঘ কর্মজীবনের পুরনো স্মৃতিতে ফিরে গেলেন গাঁটছড়া ধারাবাহিকের দাপুটে শাশুড়ি।
জনপ্রিয় পরিচালক প্রভাত রায়ের ‘লাঠি’ সিনেমা দিয়ে অভিনয় জগতে যাত্রা শুরু হয় জুনের। যেখানে বর্ষীয়ান অভিনেতা ভিক্টর ব্যানার্জীর নাতনি সোনালীর চরিত্রে অভিনয় করেছিলেন জুন। সেই থেকে আজও পর্যন্ত টলিউডের জনপ্রিয় অভিনেত্রী হিসেবে নিজের পরিচিতি গড়ে তুলেছেন অভিনেত্রী।
এই মুহূর্তে গাঁটছড়া ধারাবাহিকের একজন দাপুটে শাশুড়ি মঞ্জিরার চরিত্রে অভিনয় করে ও দর্শকদের কাছে প্রশংসিত হচ্ছেন তিনি। আর তাই নিজের সোশ্যাল মিডিয়ায় লাঠি এবং গাঁটছড়ার দুটো ছবি কোলাজ করে দর্শকদের ধন্যবাদ জানিয়েছেন। শুধুমাত্র ছোটপর্দায় নিজের অভিনয় ছাড়াও বড় পর্দায়ও সমানতালে অভিনয় করে চলেছেন তিনি।
অভিনয় জগতের পাশাপাশি রাজনৈতিক জীবনে সফল অভিনেত্রী। মেদিনীপুরের একজন তৃণমূল সাংসদ হিসেবে নিজেকে যোগ্য গড়ে তুলেছেন জুন। তার জীবনে বেশ কিছু জনপ্রিয় সিনেমা গুলি হল ‘লাঠি’, ‘হঠাৎ বৃষ্টি’, ‘নীল নির্জনে’, ‘দ্যা বং কানেকশন’, ‘অভিশপ্ত নাইটি’, ‘এবার শবর’, ‘জুলফিকার’, ‘সোয়েটার, ‘মিতিনমাসি’ সহ আরো অনেক। এছাড়া ওয়েব সিরিজেও জুনের অভিনয় প্রশংসিত হয়েছে।