Papiya Paul

১৫০০ পর্বের পর বদলে গেল ‘রাণী রাসমণি’র টাইম স্লট, নতুন সময়ে সম্প্রচার হবে ধারাবাহিক

দেখতে দেখতে ১৫০০ পর্ব পার করে ফেলেছে জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘করুণাময়ী রানী রাসমণি’। ধারাবাহিকে পুরনো মানুষ অনেকেই এখন নেই, নতুনদের নিয়ে নতুনভাবে ধারাবাহিকের উত্তর পর্ব শুরু হয়েছে। ৪বছর পার হওয়ার আনন্দে এদিন রানী রাসমনির সেটে নিয়ে আসা হয়েছিল বড় কেক। সকলে মিলে আনন্দ-উচ্ছ্বাসের সঙ্গে এই কেক কাটার সেলিব্রেশনে মেতেছিলেন।

   

এই মুহূর্তে রানী রাসমণি পরিবারের ছোট সদস্য ‘কুমুদিনী’-কে দিয়ে কেক কাটা হয়েছিল। অভিনেতা, অভিনেত্রী ছাড়াও এই ধারাবাহিকের লেখিকা, পরিচালক সকলে আনন্দে মেতে উঠলেন। এতদিন ধরে একটি ধারাবাহিকের জনপ্রিয়তা বজায় রাখা একপ্রকার অসাধ্য সাধন করার মতোই। এই ধারাবাহিকের কার্যনির্বাহী পরিচালক রাজেন্দ্র প্রসাদ একটি সাক্ষাৎকারে বলেছিলেন, এই মুহূর্তে তার প্রথম দিনের কথা ভীষণ মনে পড়ছে। একটার পর একটা পিরিয়ড ড্রামা বন্ধ হয়ে যাচ্ছিল। অনেকেই তাকে সাবধান করেছিলেন, বুঝে পা বাড়ানোর উপদেশ দিয়েছিলেন। তখন তিনি বলেছিলেন যে সবাই মিলে একটা ভালো কাজের চেষ্টা করা হচ্ছে। নিশ্চয়ই ভালো ফলাফল মিলবে। সেই থেকে শুরু হয় রানী রাসমণি।

ছোট্ট দিতিপ্রিয়ার অসাধারণ অভিনয় দর্শকদের মনে বিরাট প্রভাব ফেলে। রানী রাসমনির সঙ্গে মথুরবাবুর অভিনয় দর্শকদের নজর কেড়েছিল। দিতিপ্রিয়ার প্রথম দিনের শর্ট নিয়েও কথা বলেছিলেন পরিচালক। দিতিপ্রিয়া চুনো মাছ ভাজতে গিয়ে তার হাতে তিন-চারটে ফোসকা পড়ে গিয়েছিল। কিন্তু ওইটুকু মেয়ে তার জেদ এবং ইচ্ছাতে সেই অবস্থাতেও অভিনয় করে গিয়েছিলেন। এই জেদ আর নিষ্ঠাতেই সকলের কাছে রানীমা হয়ে উঠতে পেরেছিলেন দিতিপ্রিয়া।

এদিন কেক কাটার অনুষ্ঠানে রামকৃষ্ণকে কেক খাইয়ে দিলেন সারদা অর্থাৎ অভিনেত্রী সন্দীপ্তা সেন। আবার সারদামনির নাকে ক্রিম লাগিয়ে দিয়েছেন রামকৃষ্ণ। এবার এই ধারাবাহিকে সময়ের পরিবর্তন হতে চলেছে। খুব শীঘ্রই আসছে নতুন ধারাবাহিক ‘পিলু’। এই জন্য আগামী ১০ জানুয়ারি থেকে সন্ধ্যে ৬:৩০ বদলে প্রতিদিন সন্ধ্যে ৬ টা দেখা যাবে করুণাময়ী রানী রাসমণি। সন্ধে ৬:৩০ এ সম্প্রচারিত হবে জি বাংলার নতুন ধারাবাহিক ‘পিলু’।