Arijit

এই বিশেষ গুণের জন্য সচিনের রেকর্ড ভেঙে দেবে কোহলি, দাবি রবি শাস্ত্রীর

ক্রিকেটের এক মহা সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক তথা বর্তমান ভারতীয় দলের তারকা ক্রিকেটার বিরাট কোহলি। 100 তম টেস্ট খেলার সামনে দাঁড়িয়ে রয়েছেন কোহলি। আগামীকাল মোহালিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট ম্যাচে নেমে নিজের শত তম টেস্ট ম্যাচ খেলার নজির গড়বেন বিরাট কোহলি।

   

ইতিমধ্যে বিশ্বের চারিদিক থেকে কোহলির জন্য শুভেচ্ছা বার্তা আসতে শুরু করেছে। শততম টেস্ট খেলার আগে কোহলিকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন ক্রিকেটের ভগবান সচিন তেন্দুলকার, ভারতীয় ক্রিকেট দলের বর্তমান হেড কোচ রাহুল দ্রাবিড়, বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী, ভারতের প্রাক্তন বিধ্বংসী ব্যাটসম্যান বীরেন্দ্র শেওয়াগ। এবার কোহলিকে বিশেষ শুভেচ্ছা বার্তা পাঠালেন ভারতের প্রাক্তন হেডকোচ রবি শাস্ত্রী।

এইদিন রবি শাস্ত্রী জানিয়েছেন, “ইতিমধ্যেই আন্তর্জাতিক ক্রিকেটে 70 টি সেঞ্চুরি করে ফেলেছেন কোহলি। কিংবদন্তি শচীনের রেকর্ড ভাঙ্গার খুব সামনে দাঁড়িয়ে রয়েছেন তিনি। আমার মনে হয় শচীনের শততম সেঞ্চুরির রেকর্ড ভাঙতে পারবেন বিরাট কোহলি।”