Koushik Dutta

নজির গড়তে চলেছে বাংলা, দুর্গাপুরে বসবে সৌরগাছ

আরও এক নজিরের মুখে বাংলা। শহর কলকাতায় এই ছবি আগে দেখা গেলেও বাংলার জেলা স্তরে এই প্রথম। দুর্গাপুরে বসতে চলেছে সৌরগাছ। অর্থাৎ এক সঙ্গে একাধিক সৌর বিদ্যুৎ -এর প্যানেলকে বসানো হবে গাছের মতো করে৷ এতে বেশি পরিমাণে উৎপাদন করা যাবে সৌর শক্তিচালিত কারেন্ট। জানা যাচ্ছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সবুজ সংকেত পাওয়ার পরেই এই উদ্যোগ নেওয়া শুরু হয়েছে। বছরে প্রায় ১২,০০০ থেকে ১৪,০০০ ইউনিট বিদ্যুৎ উৎপাদন করার ক্ষমতা রয়েছে এই গাছের।