Arijit

প্রথম ইনিংসে কত রান তুললে নিরাপদে থাকবে ভারত, জানিয়ে দিলেন সৌরভ

গতকাল থেকে শুরু হয়েছে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে টেস্ট ম্যাচ। এই ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস। এর ফলে প্রথমে ব্যাটিং করতে নামে ভারতীয় দল।

   

ব্যাটিং করতে নেমে শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে ভারত। এইদিন ওপেনিং করতে আসেন শুভমান গিল ও চেতেশ্বর পুজারা। মাত্র 17 রান করে প্যাভিলিয়ানে ফিরে যান শুভমান গিল, অপরদিকে তেরো রান করে প্যাভিলিয়নের ফিরে যান কাউন্টি ক্রিকেটে সফল হওয়া চেতেশ্বর পূজারা। তবে ঋষভ পন্থের ব্যাটে ভর করে ঘুরে দাঁড়ালো ভারত। 146 রান করেন পন্থ। জাডেজার সঙ্গে ষষ্ঠ উইকেটের জুটিতে পন্থ যোগ করলেন ২২২ রান। প্রথম দিনের শেষে পন্থ জাদেজার ব্যাটে ভর করে ভারতের স্কোর সাত উইকেটের বিনিময়ে ৩৩৮ রান।

এবার সৌরভ গাঙ্গুলি জানিয়ে দিলেন কত রান তুললে নিরাপদে থাকতে পারেন যশপ্রীত বুমরারা। শুক্রবারের খেলা শেষের পর সৌরভ টুইট করেন, ‘চাপের মুখে পড়ে কী ভাবে টেস্টে ব্যাটিং করতে হয়, তার আদর্শ উদাহরণ দেখাল পন্থ এবং জাডেজা। এর থেকে ভাল কিছু আর হতে পারে না। কাল ৩৭৫ রান তুলে নাও।’