Tollywood,Entertainment,Gossip,Shrabanti Chatterjee,Controversy,টলিউড,বিনোদন,গসিপ,বিতর্ক,শ্রাবন্তী চ্যাটার্জী

Moumita

‘দক্ষিণের মানুষ শিল্পীদের পুজো করেন, বাঙালিরা করেনা কেন?’, ইন্ডাস্ট্রির দূর্দশার জন্য দর্শকদের দায়ী করলেন শ্রাবন্তী

বলিউড যে পুরোপুরি বিদ্ধস্ত তা আর বলার অপেক্ষা রাখে না। আঞ্চলিক ভাষার ছবি, বিশেষত দক্ষিণ ভারতীয় ছবিগুলি ব‍্যাপক হারে দর্শক টানছে। এমনকি বাঙলার মানুষও রীতিমত দক্ষিণের দিকে ঝুঁকছে। এবার সেই দক্ষিণ ভারতেই চলচ্চিত্র উৎসবে বাংলা ছবির জন‍্য পুরস্কৃত হলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ‍্যায় (Srabanti Chatterjee)।

   

সম্প্রতি, তেলেঙ্গানায় বাংলা ফিল্ম ফেস্টিভ‍্যালে পপুলার চয়েস বিভাগে ‘ভয় পেও না’ ছবিটির জন‍্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন শ্রাবন্তী। খুব স্বাভাবিকভাবেই উচ্ছসিত হয়ে উঠেছেন অভিনেত্রী। সংবাদ মাধ্যমের সামনে বক্তব্যও রেখেছেন।

অভিনেত্রীর কথায়, হায়দ্রাবাদে অনেক ছবির শুটিং করেছেন তিনি। তবে ফিল্ম ফেস্টিভ‍্যালে যাওয়া এই প্রথম বার। পাশাপাশি শ্রাবন্তী এটাও জানিয়েছেন, তার নাকি বরাবর পুরস্কার পাওয়ার থেকে মানুষের প্রশংসা বেশি পছন্দ। এর সাথে সেখানকার বাঙালি দর্শকদেরও ধন্যবাদ জানিয়েছেন তাকে এই সম্মানের যোগ্য মনে করার জন্য।

Tollywood,Entertainment,Gossip,Shrabanti Chatterjee,Controversy,টলিউড,বিনোদন,গসিপ,বিতর্ক,শ্রাবন্তী চ্যাটার্জী

কথাপ্রসঙ্গে বাংলা ইন্ডাস্ট্রি এবং দক্ষিণ ভারতীয় ইন্ডাস্ট্রি ও দর্শকদের মধ‍্যে পার্থক‍্যের কথাও তুলে ধরেন শ্রাবন্তী। অনুরোধ জানান বাংলা ইন্ডাস্ট্রির পাশে দাঁড়ানোর জন্য। তিনি বলেন, এখন তো বাঙালির হাতেপায়ে ধরতে হচ্ছে বাংলা ছবি দেখার জন্য। তার কথায়, মানুষের উচিত নিজের ভাষা, নিজের ইন্ডাস্ট্রিকে আগে গুরুত্ব দেওয়া, যেটা দক্ষিণ ভারতীয়রা করে।

প্রসঙ্গত উল্লেখ্য, বিগত বেশ কয়েক বছর ধরে বাংলা ছবির মান পড়ে গিয়েছে। বেশিরভাগ ছবিই নাকি কপি করা। অন্তত দর্শকদের তো এমনটাই মত। শ্রাবন্তী যদিও এইসব বিষয়ের আশপাশ দিয়েও যায়নি। ইন্ডাস্ট্রির ভুলত্রুটি নিয়ে কোনোরকম মন্তব্য করতে শোনা যায়নি তাকে।

উল্টে শ্রাবন্তী বলেন, দক্ষিণীরা নিজেদের ভাষার ছবি দেখাকে ধর্ম বলে মানে। এর সাথে শ্রাবন্তী প্রশ্ন তুলেছেন, ছবি এবং কলাকুশলীদের রীতিমতো পুজো করে। বাঙালিরা সেটা করে না কেন? অর্থাৎ ইন্ডাস্ট্রির দোষত্রুটি বা দর্শকদের অভিযোগকে গুরুত্ব না দিয়ে পাল্টা দর্শকদের উপরেই আঙুল তুলেছেন তিনি।