Papiya Paul

বাসস্ট্যান্ডে ঘুমাতেন, প্রতিদিন জুটত না খাবারও, সেই গরীব ছেলেই আজ বলিউডের দ্বিতীয় ধনী অভিনেতা!

শাহরুখ খান বলিউডের সবথেকে জনপ্রিয় অভিনেতা তিনি। সারা বিশ্বের মানুষ এখন তাকে এক নামে চেনেন। বলিউডের জার্নি মোটেই এত সহজ ছিল না অভিনেতার। অতি দরিদ্র পরিবারের সাধারণ মানুষ থেকে আজ কয়েক শ’কোটি টাকার মালিক শাহরুখ খান। ছোটবেলায় বাবা-মায়ের সঙ্গে দিল্লিতে একটি ভাড়া বাড়িতে বাস করতেন। ছোট থেকেই পড়াশুনায় দারুন মেধাবী ছিলেন শাহরুখ খান। হকি ও ফুটবল দুর্দান্ত খেলতেন তিনি।

   

কিন্তু কলেজ জীবনের পড়ার সাথে সাথে অভিনয় করার চিন্তাভাবনা তার মাথায় চেপে বসে। অভিনয় করার জন্য এতটাই বেশী নিজেকে জড়িয়ে নিয়েছিলেন যে মাঝপথে পড়াশোনা ছেড়ে থিয়েটারে যোগ দেন। শাহরুখের জীবনে একটার পর একটা খারাপ খবর আসতে থাকে। তার বাবা ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। তার কিছুদিন পরেই তার মা-ও পৃথিবী ছেড়ে চলে যান। বাবা-মাকে ছেড়ে একপ্রকার অসহায় হয়ে পড়েন বলিউডের বাদশা।

সেইসময় নিজের দিন যাপনের জন্য তিনি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপনার কাজ করতেন। মাত্র ৫০ টাকা ইনকাম করা ও তার পক্ষে অত্যন্ত কষ্টের ছিল। ধীরে ধীরে টিভি সিরিয়ালের ছোট ছোট চরিত্রে কাজ করতে শুরু করেন তিনি। এই অল্প টাকায় তখন তার কাছে অনেক ছিল। শাহরুখ ‘কাভি হা কাভি না’ নামের একটি সিনেমায় প্রথমবার কাজ করেন। আর এই কাজ করে ২৫ হাজার টাকা পেয়েছিলেন। আর এই ছবি মুক্তির দিনে তিনি নিজেই তার ছবি টিকিট কেটেছিলেন। তার থাকার জায়গা ছিল না বলে মুম্বাইয়ের রাস্তায় বা সমুদ্রের ধারে রাত কাটাতেন শাহরুখ খান।

এরপরই তার জীবন বদলে দেয় ১৯৯৩ সাল। পাঁচ বছরের কষ্টের জীবন ছেড়ে এক নতুন জীবনে পা বাড়ান অভিনেতা। তার প্রথম ছবি ‘দিওয়ানা’ সেই ছবিতে দিব্যা ভারতী ও ঋষি কাপুরের সঙ্গে অভিনয় করেছিলেন শাহরুখ খান। এই ছবি সুপার ডুপার হিট হয়। ছবির জন্য তিনি বেশকিছু পুরস্কার পেয়েছিলেন। এরপরেই একের পর এক সিনেমায় অভিনয় করতে থাকেন শাহরুখ খান। কখনো কাজল, কখনো শিল্পা শেট্টি ছিলেন তার বিপরীতে। এরপরে কিভাবে ধীরে ধীরে ধীরে সাধারণ মানুষ থেকে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিত্ব হয়ে উঠেছেন তা এখন সকলেই জানেন।