Papiya Paul

চাকরি ছেড়ে খুলেছিলেন চায়ের দোকান, বাড়ির আপত্তি সত্ত্বেও ব্যবসা করে আজ মাসে কামাচ্ছেন ৪৫ হাজার টাকা!

এই সময়ে নারীরা কোনো কাজেই পিছিয়ে নেই, সব ক্ষেত্রে নারী-পুরুষ সমান। রাজনীতি, শিল্প, শিক্ষা, সিনেমা, ব্যবসা সবেতেই তুখোড় নারীরাও। আজ এমনই এক নারীর কথা আপনাদেরকে জানাবো। যিনি চায়ের ব্যবসা করে সমস্ত মহিলাদের অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে। নিজের আলাদা করে পরিচিতি করতে পেরেছেন। গুজরাটের রাজকোট এর বাসিন্দা নিশা হুসেন।

   

প্রথমে তিনি কম্পিউটার অপারেটরের চাকরি করতেন। দ্বাদশ শ্রেণির পড়াশোনা শেষ করে রাজকোটের সাব-রেজিস্ট্রার অফিসে কম্পিউটার অপারেটর হিসেবে কাজ শুরু করেন। কিন্তু মন থেকে সেই কাজ করে তৃপ্তি পাচ্ছিলেন না। বেশি পড়াশোনা করেননি বলে ভালো চাকরিও জুটছিল না। এই জন্য তিনি চা তৈরির ব্যবসা শুরু করেছেন।

যদিও তার কাছে পর্যাপ্ত টাকা ছিল না কিন্তু তবুও অল্পকিছু টাকা দিয়ে চায়ের ব্যবসা শুরু করেন। আর এখন পুরো রাজকোটে ‘দ্য চাইওয়ালি’ নামে বিখ্যাত হয়েছেন। নিশা জানিয়েছেন যে তিনি নিজে খুব ভালো চা বানাতে পারতেন। ছোটবেলায় বন্ধুরা যখন তার বাড়িতে আসতো, সকলেই তার কাছে চা খেতে খুব পছন্দ করত. সবসময় বলত যে তার হাতে চা খুব ভালো। ছোটবেলার সেই প্রতিভাকেই মনে রেখে চায়ের ব্যবসা শুরু করার সিদ্ধান্ত নিয়েছিলেন।

প্রথমে নিজের ব্যবসায়ী জ্ঞান বাড়ানোর জন্য ‘টি পোস্ট’ নামের একটি ক্যাফেতে কাজ করেছিলেন। এখন নিশা চা তৈরি করে প্রতিদিন তিন হাজার টাকা পর্যন্ত আয় করেন। যদিও এই কাজে পরিবারের কাছ থেকে প্রথমে সমর্থন পাননি তিনি। তবে প্রথম থেকেই নিশ্চিত ছিলেন এই ব্যবসায় সফলতা পাবেন আর সত্যিই সফলতা তিনি পেয়েছেন। চা ব্যবসা করে নজর কেড়েছেন সকলের।