বলিউডের ভাইজান সালমান খানকে নিয়ে একটা কথা শোনা যায় যে, ভাইজানের সঙ্গে পাঙ্গা নিয়ে কেউ বেশিদিন বলিউডে টিকতে পারে না। বলিউডের সম্রাট তিনি। একইরকম ভাবে ছোটোপর্দার একছত্র রাজ করেন একতা কাপুর। একবার একতা কাপুরের সঙ্গে পাঙ্গা নিলে ইন্ডাস্ট্রিতে টিকে থাকা যে কতটা কঠিন তার সাক্ষী এই পাঁচ তারকা। চলুন দেখে নিই এই পাঁচ তারকার ইতিহাস, যারা একতা কাপুরের সঙ্গে টক্কর দিতে গিয়ে ইন্ডাস্ট্রি থেকে হারিয়ে গেছেন অচিরেই।
১) রনিত রায়:- খুব অল্প সময়ে ছোট পর্দায় নিজের পরিচিতি তৈরি করেছিলেন এই অভিনেতা। সোনি টিভিতে সম্প্রচারিত অনুষ্ঠান ‘আদালত’এর হাত ধরে সাফল্যের শীর্ষে পৌঁছান তিনি। প্রসঙ্গত রনিত একতা কাপুরের শো “কিউকি সাস ভি কাভি বহু থি” এবং “কসৌটি জিন্দেগি মে”-এ একসঙ্গে কাজ করেছিলেন। কিছু ব্যক্তিগত মনোমালিন্যের কারণে রনিত একতা কাপুরের সিরিয়াল ছেড়ে দেন। আশ্চর্যজনক ভাবে তারপর থেকে রনিতকে আর ছোট পর্দায় দেখা যায়নি।
২) প্রাচি দেশাই- বলিউড অভিনেত্রী প্রাচী দেশাই চলচ্চিত্রে যোগ দেওয়ার আগে ছোট পর্দায় বহু ধারাবাহিকে অভিনয় করেছেন। ছোট পর্দা দিয়েই ক্যারিয়ার শুরু হয় প্রাচীর। প্রসঙ্গত একতা কাপুর পরিচালিত “কসম সে” ধারাবাহিকে পুত্রবধূর ভূমিকায় অভিনয় করছিলেন প্রাচী। এই শো চলাকালীন, প্রাচী এবং একতা কাপুরের মধ্যে কোনো বিষয় নিয়ে বিবাদ সৃষ্টি হয়েছিল এবং তারপর থেকে আজ পর্যন্ত ছোট পর্দায় ফিরে আসেননি প্রাচী।
৩) রাজীব খান্ডেলওয়াল- ‘টেবিল নং ২১’ খ্যাত রাজীব খান্ডেলওয়াল কেরিয়ারের শুরুতে অনেক টেলি শো করেছেন। একটা সময় একতা এবং রাজীব খুব ভালো বন্ধু হিসেবেই বিবেচিত হতো। কিন্তু তাদের এই বন্ধুত্বে ফাটল দেখা যায় তখন রাজীব তার সাক্ষাৎকারে বলেছিলেন যে, টেলিভিশনে টিকে থাকার জন্য একতার সাহায্যের প্রয়োজন নেই তার। এই মন্তব্যকে ঘিরে মনোমালিন্য শুরু হয় তাদের মধ্যে। এরপর থেকে ছোট পর্দার কোনো শোতে দেখা যায়নি রাজীব খান্ডেলওয়ালকে।
৪) পুলকিত সম্রাট- ছোট পর্দা থেকে কেরিয়ার শুরু করেছিলেন পুলকিত। একতা কাপুরের শো “কিউঙ্কি সাস ভি কাভি বহু থি”-তে লক্ষ চরিত্রে অভিনয় করেছেন। এই শো চলাকালীন, পুলকিত তার পারিশ্রমিক নিয়েঅনেক গুরুতর অভিযোগ এনেছিলেন একতার বিরুদ্ধে, এই ঘটনার পরে তাকে শো থেকে বহিষ্কার করে দেন একতা।
৫)এজাজ খান- ছোট পর্দায় একাধিক শো’তে এজাজ, একতার জুটি দেখা গেছে। তবে এক ব্যক্তিগত মনকষাকষি নিয়ে তাদের মধ্যে ফাটল দেখা যায়। ফলস্বরূপ চিরতরে ভেঙে যায় এজাজ, একতার জোড়ি। এবং এখনও পর্যন্ত এই দূরত্ব বজায় আছে দুজনের মধ্যে।