Papiya Paul

লেহেঙ্গা থেকে শাড়ি, বলিউডের এই ৫ অভিনেত্রীর বিয়ের পোশাকের দাম চমকে দেওয়ার মত

নিউজশর্ট ডেস্কঃ বলিউডকে একসময় পুরো স্বর্ণযুগ বলা হত। সেই সময় অনেক সুন্দরী এবং প্রতিভাময়ী অভিনেত্রীরা আত্মপ্রকাশ করেছিলেন। সেই অভিনেত্রীদের বিয়ে নিয়েও খুব চর্চা চলেছিল। আজকের প্রতিবেদনে এমনই কিছু বলিউড অভিনেত্রীর(Bollywood Actress) ব্রাইডাল লুক (Bridal Look) আপনাদের জানাবো।

   

শিল্পা শেঠি : ফিটনেস ফ্রিক শিল্পা শেঠি বিয়ে করেছেন খ্যাতনামা ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে। ২০০৯ সালের ২২ নভেম্বর গাঁটছড়া বাঁধেন তারা। বিয়েতে শিল্পা পরেছিলেন সোনালি জরির কারুকার্য করা একটি লাল শাড়ি। এবং এটির ডিজইনার ছিল তরুণ তাহিলিয়ানি।

রাভিনা ট্যান্ডন : রবিনা বিয়ে করেছেন ভারতের আরেক জনপ্রিয় ব্যবসায়ী অনিল থাদানিকে। ২০০৪ সালের ২২ ফেব্রুয়ারি ছাদনাতলায় বসেন তারা। রবিনা তার ব্রাইডাল ড্রেস হিসেবে বেছে নিয়েছিলেন লেহেঙ্গা। সাথে ভারী গয়না দিয়ে লুক কম্প্লিট করেছিলেন তিনি।

কারিশমা কাপুর : ৯০ এর দশকের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী হলেন করিশ্মা কাপুর। ২০০৩ সালে সঞ্জয় কাপুরের সাথে তার বিয়ে হয়। তিনি হালকা গোলাপী রঙের একটি লেহেঙ্গা বেছে নিয়েছিলেন বিয়ের পোশাক হিসেবে। যদিও এই বিয়ে দীর্ঘস্থায়ী হয়নি।

কাজল : ১৯৯৯ সালের ২৪ ফেব্রুয়ারি বিয়ের পিঁড়িতে বসেন কাজল। বাকিদের চেয়ে একটু হাটকে লুক ক্রিয়েট করেছিলেন কাজল। লাল নয়, বরং তার বিয়ের পোশাকের রঙ ছিল সবুজ। এই পোশাকের দাম তখনকার সময়ে চোখে লাগার মত। দুই সন্তান ও স্বামীকে নিয়ে সুখের সংসার কাজলের।

জুহি চাওলা : বিখ্যাত ব্যবসায়ী জয় মেহতাকে বিয়ে করেন জুহি। এই অভিনেত্রী তার বিয়ের সময় লাল রঙের একটি শাড়ি পরেছিলেন। জুহি এমনিই সুন্দরী, আর ব্রাইডাল লুকে তো অসামান্যা লাগছিল তাকে। তার বিয়ের পোশাকের দামে আপনি এখনকার সময় কিছু গ্রাম সোনা কিনে নিতে পারবেন। তবে সে যাই হোক, দীর্ঘ বিবাহিত জীবনে স্বামী ও সন্তানদের নিয়ে সুখেই দিন কাটাচ্ছেন অভিনেত্রী।