West Bengal,Tourism,Tourist Places,Santiniketan,Darjeeling,Sundarban,Kalimpong,পশ্চিমবঙ্গ,পর্যটন শিল্প,পর্যটক,শান্তিনিকেতন,দার্জিলিং,সুন্দরবন,কালিম্পং,Bangla,Bengali,Bengali News,Bangla Khobor,Bengali Khobor

Moumita

ঘুরতে যেতে মন চাইছে? নামমাত্র খরচে ঘুরে আসুন বাংলার এই ৫ সেরা টুরিস্ট স্পট থেকে, ভরবে মন

নিউজশর্ট ডেস্ক: Tourist Spot Of West Bengal : পূর্ব ভারতের একটি রাজ্য হল পশ্চিমবঙ্গ। টুরিস্ট স্পটের জন্য বিশেষ খ্যাত এই রাজ্য। দেখার জন্য একাধিক সুন্দর সুন্দর জায়গা রয়েছে এই রাজ্যে। সমুদ্র থেকে শুরু করে পাহাড়, জঙ্গল সবই রয়েছে এই রাজ্যে। পশ্চিমবঙ্গে ঠিক কী কী দেখতে পারেন সেই সর্বোৎকৃষ্ট সম্ভারগুলির একটি সংক্ষিপ্ত তালিকা দেওয়া হল আজকের প্রতিবেদনে।

   

দার্জিলিং (Darjeeling) : ইংরেজদের শাসনকালে শৈল-শহর দার্জিলিং ছিল ভারতে গ্রীষ্মকালীন রাজধানী৷ প্রাকৃতিক সৌন্দর্যে মোড়া এই জেলার মূল আকর্ষণ এখানকার চা বাগান। রোপ ওয়ে হোক টয় ট্রেনে করে দার্জিলিং ঘোরার অভিজ্ঞতা আপনার সারা জীবন মনে থাকবে। দার্জিলিং-র হোমস্টে-তে বসে মোমো খেতে খেতে কাঞ্চনজঙ্ঘা দেখার আলাদাই মজা।

সুন্দরবন (Sundarban) : গরাণ গাছের জঙ্গল, সুন্দরবন ন্যাশনাল পার্ককে রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য বিশ্বের বৃহত্তম ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র হিসেবে বিখ্যাত হচ্ছে সুন্দরবন৷ জঙ্গলের অনুভূতি পেতে সুন্দরবন থেকে একবার অবশ্যই ঘুরে আসুন।

কালিম্পং (Kalimpong) : এই হিল স্টেশনটিও পর্যটকদের অত্যন্ত পছন্দের। নিরিবিলি হিল স্টেশনে যাওয়ার ইচ্ছে থাকলে কালিম্পং-এ যেতেই হবে। কালিম্পং-র আশেপাশে এমন অনেক গ্রাম রয়েছে যেখানে গেলে আর ফিরে আসতেই ইচ্ছে করবেনা আপনার।

ডুয়ার্স (Dooars) : পশ্চিমবঙ্গে লুক্কায়িত রত্নগুলির মধ্যে আরও একটি, সম্ভবত রাজ্যে সর্বোৎকৃষ্টভাবে রক্ষিত রহস্য৷ একদিকে মহানন্দার সৌন্দর্য অন্যদিকে অভয়ারণ্যের হাতছানি। এখানে যেমন বন্য প্রাণীদের সম্পর্কে জানতে পারবেন তেমন লাটপাঞ্চোর অথবা সামসিং এবং সুন্তালেখোলার স্বর্গীয় সৌন্দর্য উপভোগ করতে পারবেন৷

শান্তিনিকেতন (Santiniketan) : গোটা ভারতের গর্ব এবং নোবেল পুরষ্কার বিজেতার কর্মস্থল হল পশ্চিমবঙ্গের শান্তিনিকেতন৷ রবীন্দ্রনাথ ঠাকুরের সাংস্কৃতিক এবং ঐতিহ্যশালী সম্পদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের উদ্দেশ্যে গড়ে তোলা ঠাকুর এর আশ্রম আর রবীন্দ্র ভবন মিউজিয়াম দেখতে হলে চলে যান শান্তিনিকেতনে।