TRAI

Papiya Paul

TRAI: ২০২৪-এ পকেট থেকে খসবে আরো টাকা! বাড়ছে এই TV চ্যানেলগুলোর দাম, কত বাড়বে জানেন?

নিউজশর্ট ডেস্কঃ যতই সোশ্যাল মিডিয়া এবং ওটিটি প্লাটফর্মের যুগ আসুক না কেন এখনো প্রত্যেকটি বাড়িতে টিভি দেখতে বসেন মানুষজন। তরুণ যুবক-যুবতীর টিভি(Television) দেখার সময় না থাকলেও বাড়ির বয়স্ক সদস্যরা প্রত্যেকদিন টিভির সামনে তাদের পছন্দের অনুষ্ঠান দেখতে বসে পড়েন। সেটা যেমন কখনো সিনেমা, কখনো সিরিয়াল, কখনো খেলার অনুষ্ঠান কিংবা সংবাদ মাধ্যমের অনুষ্ঠান।

   

তবে এবার নতুন বছর পড়তে না পড়তেই যারা টেলিভিশন প্রেমী তাদের জন্য রয়েছে একটি খারাপ খবর। কারণ এবার থেকে টিভি দেখতে গেলে পকেট থেকে খসবে আরো অতিরিক্ত কিছু টাকা। জি এন্টারটেইনমেন্ট (Zee Entertainment Enterprises), ভায়াকম ১৮ (Viacom 18) এবং সনি পিকচার্স নেটওয়ার্কস ইন্ডিয়ার (Sony Pictures) মতো দেশের জনপ্রিয় সম্প্রচারকারী টিভি চ্যানেলগুলো তাদের চ্যানেলের দাম বাড়িয়েছে। এর ফলে গ্রাহকদের তাদের পছন্দের চ্যানেল দেখার জন্য আরও বেশি করে টাকা দিতে হবে। কত টাকা বাড়িয়েছে এই সমস্ত চ্যানেলগুলো?

ভায়াকম ১৮ এবং নেটওয়ার্ক ১৮-এর ডিস্ট্রিবিউশন শাখা তাদের চ্যানেলের দাম প্রায় ২০ থেকে ২৫ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া জি এন্টারটেইনমেন্ট তাদের চ্যানেলের দাম ৯ থেকে ১০% বাড়িয়েছে। আর সনি চ্যানেল তাদের চ্যানেলের দাম ৯ থেকে ১০ শতাংশ বাড়িয়েছে। তবে ডিজনি হটস্টার এখনো অবধি এরকম কোন সিদ্ধান্ত নেয়নি বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: শেষ হতে চলেছে স্প্যাম কল, মেসেজের জ্বালাতন! গ্রাহকদের সুবিধার্থে বিরাট পদক্ষেপ TRAI-র

কবে থেকে চালু হবে এই নতুন দাম? ব্রডকাস্টাররা স্পষ্ট জানিয়ে দিয়েছে এই দাম বৃদ্ধি আগামী ২০২৪ সালের ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার(TRAI) নিয়ম অনুযায়ী, নতুন রেট ঘোষণার ৩০ দিন পর থেকেই ব্রডকাস্টরা সেগুলোকে কার্যকর করতে পারবে। এই দাম বৃদ্ধির আসল কারণ কি?

আসলে ২০২৪ সাল হলো নির্বাচনের বছর এই পরিস্থিতিতে টিভি চ্যানেলের দাম বাড়িয়ে সাধারণ মানুষকে কোন রকম ভাবে বিরক্ত করতে চায়না ট্রাই। এর পাশাপাশি ইন্ডিয়ান প্রিমিয়াম লিগের ডিজিটাল রাইটস, বিসিসিআই মিডিয়া রাইটস, ক্রিকেট সাউথ আফ্রিকা মিডিয়া রাইটস এবং অলিম্পিক ২০২৪-এর মত বেশ কিছু বড় ইভেন্টের রাইটস কিনে নিয়েছে ভায়াকম ১৮। আর তাই এই সংস্থাটি প্রায় ৩৪ হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে। এবার চ্যানেলের দাম বাড়িয়ে তাদের ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করছে প্রতিষ্ঠানটি এমনটাই মনে করা হচ্ছে।