Arijit

এই দুই ব্যাটসম্যানকে আউট করলেই ধ্বংস হয়ে যাবে ভারত, দাবি উমর গুলের

2019 সালে ওয়ানডে বিশ্বকাপে শেষবার মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত এবং পাকিস্তান। তারপর দীর্ঘ কুড়ি মাস হয়ে গেল এই দুই দেশ একে অপরের মুখোমুখি হতে হয়নি। অবশেষে ক্রিকেট প্রেমীদের জন্য সুখবর, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে আগামী 24 শে অক্টোবর মুখোমুখি হতে চলেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত এবং পাকিস্তান।

   

বিশ্বকাপের ইতিহাসে এখনও পর্যন্ত ভারতকে কোন ম্যাচে হারাতে পারেনি পাকিস্তান। টি-টোয়েন্টি বিশ্বকাপ হোক কিংবা ওয়ানডে বিশ্বকাপ, ভারত এবং পাকিস্তান যতবারই মুখোমুখি হয়েছে ততবারই পাকিস্তানকে ধুলো চাটিয়েছে ভারত। স্বাভাবিকভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচেও এবারে ভারত পাকিস্তানের থেকে ধারেভারে অনেক এগিয়ে রয়েছে তা বলাই বাহুল্য।

এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে মুখ খুললেল প্রাত্তন পাক পেসার উমর গুল। গুলের মতে, “ভারত খুবই শক্তিশালী দল। ওদের ব্যাটিং ভয়ঙ্কর, ওদের টপ অর্ডার খুবই মজবুত। তবে রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে শুরুতেই যদি আউট করে দেওয়া যায় তাহলে চাপে পড়বে ভারত।”