Visit this hill station called North Bengal's Bali

Moumita

ঘুরে আসুন উত্তরবঙ্গের ‘বালি’তে, এই দুর্দান্ত জায়গার সৌন্দর্যে ভুলে যাবেন দিঘা-দার্জিলিংকে

এই মুহূর্তে ভ্রমণপিপাসুদের অন্যতম পছন্দের জায়গা হয়ে উঠেছে বালি (Bali)। বিদেশের এই সমুদ্রতটে গিয়ে ছুটি কাটানোর শখ অনেকেরই। তবে ইচ্ছে থাকলেই তো আর হবেনা, তার সাথে সাধ্যও থাকা চাই। তবে জানেন কি বাংলাতেও (West Bengal) এমন এক জায়গা রয়েছে যা আপনার বালির শখ মেটাতে পারে। এবং উত্তরবঙ্গের (North Bengal) এই অপূর্ব সুন্দর জায়গাটিকে অনেকে তো বাংলার বালি বলেও ডেকে থাকেন।

   

প্রসঙ্গত উল্লেখ্য, উত্তরবঙ্গের এই অফবিট(Offbeat) জায়গাটির আসল নাম সানটুক। তবে প্রর্যটকদের কাছে এ উত্তরবঙ্গের বালি নামেই বেশি পরিচিত। যদিও কিছুদিন আগে পর্যন্ত জায়গাটির খোঁজ অনেকেই জানতেননা। তবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আজকাল অনেকেই জায়গাটির সাথে পরিচিত হয়ে উঠেছেন। একটু অন্যরকম স্বাদের আশায় অনেকেই পাড়ি দিচ্ছেন উত্তরবঙ্গের বালিতে।

এখন সকলের মনে প্রশ্ন আসতে পারে যে, উত্তরবঙ্গের পাহাড়ি এলাকার সাথে বালির সমুদ্রতটের তুলনা হয় কীভাবে? বাংলায় পাহাড় আর সমুদ্রের মেলবন্ধন তো নেই। জানিয়ে রাখি, এই সানটুক আসলে কালিম্পং-র একটি অফবিট টুরিস্ট স্পট। থাকার জন্য এখানে রয়েছে বেশকিছু হোমস্টে। যার মধ্যে একটি হোমস্টে-কে ঘিরেই যত হইচই।

কারণ এই হোমস্টেতে রয়েছে পাহাড়ের গায়ে একটি ঝুলন্ত বিছানা। এই সুইং বেডের অভিজ্ঞতা একেবারে অনন্য। কিছুটা বালির ফিল দেওয়া হয়েছে এখানে। তাছাড়া পাহাড়ি গ্রামের সরু পথ এবং পথের বাঁকে থাকা অর্কিডের মন মাতানো সৌন্দর্য আপনাকে হাতছানি দেবেই। আর পাহাড়ি ফুলের সৌরভ তো রয়েইছে। ক্যাকটাস অর্কিড, বাগান বিলাসের মতো গাছ দেখতে পাবেন এই গ্রামে।

North Bengal,Travel,West Bengal,Bali,North Bengal Bali,Santook,Offbeat Destination,Offbeat Darjeeling,অফবিট ডেস্টিনেশন,অফবিট দার্জিলিং,সানটুক,বালি,উত্তরবঙ্গের বালি,পশ্চিমবঙ্গ,দার্জিলিং,ভ্রমণ

ব্যস্ত শিডিউল থেকে দু একটা দিন বের করতে পারলে এই গ্রাম থেকে ঘুরে আসতেই পারেন। গ্রামবাসীদের আতিথেয়তার সাথে পাহাড়ি সৌন্দর্য মন্দ তো লাগবেই না, বলা চলে সারা জীবন মনে লেগে থাকবে। এককথায় সম্পূর্ণ ভিন্ন এবং অনন্য অভিজ্ঞতাকে সাথে নিয়ে ফিরবেন আপনি। তাই আর দেরি না করে তল্পিতল্পা নিয়ে আজই বেরিয়ে পড়ুন উত্তরবঙ্গের এই বালির উদ্দেশ্যে।