Yogita Bali

Additiya

একসময় ছিলেন জনপ্রিয়তার শীর্ষে, কোথায় হারিয়ে গেলেন যোগিতা বালি, কারণ জানালেন পুত্র নমশি

৭০-৮০ র দশকে যে সমস্ত জনপ্রিয় বলিউড (Bollywood) নায়িকারা ছিলেন তাদের মধ্যে অন্যতম যোগিতা বালি (Yogita Bali)। জনপ্রিয়তার শীর্ষে গিয়েও হঠাৎ করেই অভিনয় ছেড়ে দেন মিঠুন পত্নী। আজ থেকে প্রায় ৩৪ বছর আগে শেষবার অভিনয় করতে দেখা গেছে তাঁকে। ১৯৮৯ সালে মুক্তি পেয়েছিল তাঁর অভিনীত ছবি ‘ আখরি বদলা’। তাঁর বিপরীতে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)।

   

জনপ্রিয়তার একেবারে শীর্ষে পৌঁছেও হঠাৎ করেই বলিউড থেকে বিদায় নেন যোগিতা বালি। এমনকি তিনি সরে যান লাইমলাইট থেকেও। সংবাদ মাধ্যমের সামনেও আসতে দেখা যায়না এক সময়ের জনপ্রিয় এই অভিনেত্রীকে। হাজির থাকেন না কোনও সামাজিক অনুষ্ঠানে। তবে ২০১৩ সালে একটি ছবির প্রযোজনা করেছিলেন মিঠুন পত্নী।

‘এনিমি’ ছবির প্রযোজনার দায়িত্ব সামলেছেন যোগিতা বালি। এই ছবিতে মুখ্য চরিত্রে ধরা দিয়েছিলেন মিঠুন চক্রবর্তী এবং সুনীল শেট্টি। তবে ক্যামেরার পেছনে থাকলেও সে সময়ও ক্যামেরার সামনে আসতে দেখা যায়নি তাঁকে। হঠাৎ কেন তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন সে বিষয়ে এতদিন কিছুই জানা যায়নি। অবশেষে এই বিষয় নিয়ে মুখ খুললেন মিঠুন চক্রবর্তী এবং যোগিতা বালির ছোট ছেলে নমশি চক্রবর্তী।

 

এক সাক্ষাৎকারে নমশি জানান, ‘আমার মা মাধ দ্বীপে থাকতেই বেশি ভালোবাসেন। নিজের চার সন্তানকে নিয়ে ব্যস্ত থাকতেন। এছাড়াও আমাদের ১১ টি পোষ্য রয়েছে। তাদের দেখাশোনা মা নিজে হাতেই করতে ভালোবাসে। আর সে কারণেই ওদের ছেড়ে কোথাও যেতে পছন্দ করেন না তিনি’। নমশির সংযোজন, ‘বহু পরিচালক মায়ের কাছে এসেছেন কাজের প্রস্তাব নিয়ে। কিন্তু মা কিছুতেই রাজি হয়নি। তাদের বিনয়ের সঙ্গে ফিরিয়ে দিয়েছেন’।

বিনোদন,বলিউড,যোগিতা বালি,মিঠুন চক্রবর্তী,নমশি চক্রবর্তী,Entertainment,Bollywood,Yogita Bali,Mithun Chakraborty,Namashi Chakraborty

উল্লেখ্য, ১৯৭৯ সালে মিঠুন চক্রবর্তীর সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন যোগিতা বালি। তাঁদের চার সন্তান রয়েছেন। বড় ছেলে মহাক্ষয় ইতিমধ্যেই ডেবিউ করে ফেলেছেন বলিউড এবং টলিউডে। মেজো ছেলে উস্মে সামলাচ্ছেন ক্যামেরার পেছনের দায়িত্ব। এবং ছোট ছেলে নমশি খুব শীঘ্রই রাজকুমার সন্তোষী পরিচালিত ‘ব্যাড বয়’ ছবির হাত ধরে অভিনয় জগতে পা রাখতে চলেছেন। মেয়ে দিশানি আপাতত রয়েছেন লাইমলাইটের আড়ালে।