Mithun Chakraborty

Additiya

‘তুমি হিরো হলে ইন্ডাস্ট্রি ছেড়ে দেবো’! মুখে কিছু না বলেও পরিচালককে যোগ্য জবাব দিয়ে আজ তিনি ‘মিঠুন চক্রবর্তী’

মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। এই নামটার মধ্যেই রয়েছে এক অন্যরকম আবেগ। শুরুটা করেছিলেন একেবারে শূন্য থেকে। আর আজ তিনি দেশের প্রথম সারির একজন মেগাস্টার। টলিউড (Tollywood) কিংবা বলিউড (Bollywood) অথবা রাজনৈতিক ময়দান সর্বত্রই চলছে মিঠুন ম্যাজিক। ৭২ বছর বয়স হয়ে গেলেও আজও ইন্ডাস্ট্রি কাঁপাচ্ছেন তিনি।

   

যেকোনো ছবিতে মিঠুন চক্রবর্তী থাকা মানেই সেই ছবি সুপার ডুপার হিট। তাঁর প্রতিটি মন্তব্য ঝড় তোলে দর্শকমহলে। এই বয়সে এসেও স্টার্ডাম কিভাবে ধরে রাখতে হয় সে কথা বেশ ভালই জানেন সকলের প্রিয় মহাগুরু।

যদিও অভিনেতা হিসেবে আজ তিনি যতটা সাফল্য পেয়েছেন এর শুরুটা ছিল ঠিক ততটাই কঠিন। জানা যায়, একটা সময় ঠিকমত খাওয়া দাওয়া হতো না এই অভিনেতার। রাতের পর রাত কাটাতেন অনিদ্রায়। জুটেছে বহু নামিদামি পরিচালকদের লাঞ্ছনা আর অপমান। এমনকি সে সময় সুপারস্টারদের কাছেও অপমানজনক মন্তব্য শুনতে হয়েছে আজকের এই মেগা সুপারস্টারকে।

 

জানা যায়, গরীব বাড়ির ঘরে জন্ম হয়েছিল মিঠুনের। তবে তাঁর অসম্ভব মনের জোরের কারণেই নিজের স্বপ্ন থেকে কখনই সরে আসেননি তিনি। বলিউডের বড় বড় সুপারস্টারদের কাছে অপমান মুখ বুজে সহ্য করেছেন। যদিও প্রথমদিকে ভারতীয় ইন্ডাস্ট্রিতে সেভাবে নিজের জায়গা বানাতে পারেননি এই বাঙালি যুবক। এরপরেই ঘটে যায় আরও এক ঘটনা।

বিনোদন,বলিউড,টলিউড,গসিপ,মিঠুন চক্রবর্তী,Entertainment,Bollywood,Tollywood,Gossip,Mithun Chakraborty

শোনা যায়, বলিউডের এক জনপ্রিয় পরিচালক নাকি অভিনেতাকে মুখের ওপরেই বলে দিয়েছিলেন ‘তুমি হিরো হতে পারলে আমি ইন্ডাস্ট্রি ছেড়ে দেবো’। যদিও পরবর্তীতে ওই পরিচালক ইন্ডাস্ট্রি ছেড়ে ছিলেন কিনা সে বিষয়ে জানা না গেলেও মিঠুন কিন্তু পেরেছেন সুপারস্টার হতে।

বিনোদন,বলিউড,টলিউড,গসিপ,মিঠুন চক্রবর্তী,Entertainment,Bollywood,Tollywood,Gossip,Mithun Chakraborty

জীবনের এই তিক্ত অভিজ্ঞতা সম্পর্কে এক সাক্ষাৎকারে নিজেই জানিয়েছিলেন জনপ্রিয় এই অভিনেতা। তাঁর কথায়, ‘এক বড় মাপের পরিচালক আমাকে একবার বলেছিলেন আমি যদি হিরো হই, তবে তিনি ইন্ডাস্ট্রি ছেড়ে দেবেন। যদিও পরবর্তীতে আমার সঙ্গে কাজ করেছেন তিনি। সুপার ডুপার হিট হয়েছিল সেই ছবি। তবে তিনি যাই বলুন না কেন আমি কিন্তু কখনও তাঁকে অশ্রদ্ধা করিনি’।