নিউজ শর্ট ডেস্ক: এমন অনেক বিনিয়োগকারীই রয়েছেন যাঁরা সরাসরি শেয়ারে (Share) বিনিয়োগ (Investment) না করে মিউচুয়াল ফান্ডে (Mutual Fund) বিনিয়োগ করে থাকেন। তবে এক্ষেত্রে NAV বাড়লেই বাড়তে থাকে তাঁদের বিনিয়োগের মূল্য। তবে এমনও কিছু মিউচুয়াল ফান্ড রয়েছে যারা খুব কম সময়ের মধ্যে মাল্টিব্যাগার শেয়ারের (Multibagger Share) মত বিপুল রিটার্ন দিয়ে থাকে। বর্তমানে এমনই দুটি মিউচুয়াল ফান্ড রয়েছে যেগুলিতে শুরু থেকে একটানা বিনিয়োগ করতে পারলে তখনকার ১ লাখ টাকা, আজ ২০ লাখ টাকায় পরিণত হতো। আসুন জানা যাক কোন ফান্ড হাউজ কত পরিমাণ রিটার্ন দিয়েছে?
প্রসঙ্গত শেয়ার বাজার হোক বা মিউচুয়াল ফান্ড এর আসল খেলা হল কম্পাউন্ডিংয়ের খেলা। ফান্ড হাউজ যদি বিনিয়োগকারীদের বার্ষিক ১৫ শতাংশ হারে রিটার্ন দেয়, তাহলে মাত্র ৫ বছরের মধ্যেই তাঁর বিনিয়োগ করা অর্থের পরিমাণ হয়ে যাবে দ্বিগুণ।
এইভাবে ১০ বছর পর্যন্ত একটানা বিনিয়োগ করতে পারলে তা হবে ৪ গুণ। আজ আপনাদের জানাবো এমনই দুটি মিডক্যাপ মিউচুয়াল ফান্ডের কথা। যেগুলি বিগত ২০ বছরে ২০ গুণ বাড়িয়ে দিয়েছে বিনিয়োগকারীদের টাকা।
এসবিআই ম্যাগনাম মিডক্যাপ ফান্ড (SBI Magnum Midcap Fund)
এই তালিকায় প্রথমেই রয়েছে SBI Magnum Midcap Fund। ২০০৫ সালে প্রথম বাজারে আসে এই ফান্ড। সেই সময় এই ফান্ডে ১ লাখ টাকা বিনিয়োগ করলে আজকের দিনে কত টাকা রিটার্ন আসত তা জানলে চমকে উঠবেন যে কেউ।
আরও পড়ুন: দুধ বিক্রি করেই আজ লাখপতি! শুধুমাত্র এইভাবে ব্যবসা করলেই ফুলে ফেঁপে উঠবে লক্ষ্মী ভান্ডার
জানা যাচ্ছে ১ বছরে এই SBI Magnum Midcap Fund রিটার্ন হিসাবে দিয়েছে ৪১.৩৪ শতাংশ। অর্থাৎ এক লাখ টাকা বিনিয়োগ করে এক বছর পর পাওয়া যেত ১.৪১ লাখ টাকা।
একইভাবে ৩ বছরে SBI Magnum Midcap Fund রিটার্ন দিয়েছে মোট ২৩.২৮ শতাংশ। তাই ১ লাখ টাকা বিনিয়োগ করে তিন বছরের মধ্যেই পাওয়া যাবে হয়েছে ১.৮৭ লাখ টাকা।
এছাড়া ৫ বছরে এই SBI Magnum Midcap Fund রিটার্ন দিয়েছে ২১.৯১ শতাংশ।অর্থাৎ ৫ বছরেই ১ লাখ টাকা থেকে হয়ে যাবে ২.৬৯ লাখ টাকা। যা কিনা দ্বিগুণের-ও বেশি।
শুধু তাই নয় জানা যাচ্ছে ১০ বছর পর এই ফান্ডে রিটার্ন এসেছে ১৯.৫০ শতাংশ। এরফলে ফলে ১ লাখ থেকেই ১০ বছরে হাতে আসবে ৫.৯৩ লাখ টাকা।আর ২০১৫ সালের পর থেকে আজকের দিন পর্যন্ত হিসাব করলে দেখা যাবে আরও ৯ বছরে এই ৫.৯৩ লাখ টাকা হয়ে যেত ২০.১৯ লাখ টাকা।
কোয়ান্ট মিড ক্যাপ ফান্ড (Quant Midcap Fund)
এই তালিকার দ্বিতীয় স্থানে নাম আছে Quant Midcap Fund-এর । ২০০১ সালে এই ফান্ড বাজারে আসে। সেই সময় থেকে এই ফান্ডে বিনিয়োগ করতে শুরু করলে সেই ১ লাখ টাকাই আজ হয়ে যেত ২১ লাখ টাকা। জানলে অবাক হবেন ১০ বছরের মধ্যেই ১ লাখ থেকে ৬.২৫ লাখ টাকা রিটার্ন এসেছে এই ফান্ডে।
(বিশেষ দ্রষ্টব্য: এই প্রতিবেদন শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে লেখা হয়েছে। এখানে বলে রাখি, বাজারে বিনিয়োগ করা ঝুঁকিপূর্ণ। তাই বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করে তবেই বিনিয়োগ করতে হবে।)