Hero

Hero: কোনো কথা হবে না! এবার ভারতের বাজার কাঁপাতে আসে হিরোর এই নতুন ই-সাইকেল

নিউজ শর্ট ডেস্ক: সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত, দিনভর বিদ্যুৎ ছাড়া এক মুহূর্ত-ও থাকা যায় না। প্রতিনিয়ত অন্যান্য সব কিছুর মতোই সারা দেশ জুড়ে বাড়ছে বৈদ্যুতিক জিনিসপত্রের ব্যবহার। এমনকি ইদানিং রাস্তাঘাটে দেখা যাচ্ছে বিভিন্ন কোম্পানির বৈদ্যুতিক  চার চাকা কিংবা দুই চাকার গাড়ি।

তবে শুধু বাইক কিংবা চার চাকার গাড়ি নয় ইদানিং ঝড়ের গতিতে বাড়ছে ই-সাইকেলের (E-Cycle) চাহিদাও।  এসবের মধ্যেই সম্প্রতি ভারতের বাজারে নতুন একটি ই সাইকেল লঞ্চ করেছে হিরো লেক্ট্রো (Hero Lectro) যার নাম এমইউভি-ই (Muv-E)।  ফায়ারফক্স বাইক লিমিটেডের সহযোগী কোম্পানি হিরো লেক্ট্রোর এই সাইকেলটি আসলে একটি কার্গো ই-সাইকেল।

যা মূলত ফ্লিট অপারেটর, ছোট ব্যবসার মালিক এবং ডেলিভারি রাইডারদের কথা ভেবে তৈরি করা হয়েছে। এই ই-সাইকেলটিকে এমন ভাবে ডিজাইন করা হয়েছে যে এটি ১২০ কেজি ওজন  বহন করার ক্ষমতা রাখে। ভারতের বাজারে এই ই-সাইকেলের দাম ৬১ হাজার ৯৯৯ টাকা।

ই-সাইকেল,E-Cycle,হিরো লেক্ট্রো,Hero Lectro,এমইউভি-ই,Muv-E,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

এই সাইকেলটি এই মুহূর্তে কালো রংয়ের ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে। কোম্পানির তরফে এই সাইকেলে ১৪.৫ AH ক্ষমতা সম্পন্ন একটি ডিটাচেবল ব্যাটারি  দেওয়া হয়েছে। কোম্পানির তরফে দাবী করা হয়েছে একবার ফুল চার্জ দিলে এই সাইকেল নাকি একবারে  ৭০ কিলোমিটার পর্যন্ত ছুটতে পারবে। জানা আছে এই ই সাইকেলটি খুবই সাধারণ ঘরোয়া চার্জার দিয়েও চার্জ দেওয়া যাবে। এই সাইকেলটি একবার ফুল চার্জ হতে সময় নেয় ৮ ঘন্টা।

আরও পড়ুন: সবচেয়ে বেশি সিসির Pulsar আনছে Bajaj! থাকছে দুর্দান্ত লুক, মারকাটারি ডিজাইন

ই-সাইকেল,E-Cycle,হিরো লেক্ট্রো,Hero Lectro,এমইউভি-ই,Muv-E,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

এই সাইকেলটি যে কোন ওয়েদার যেকোনো আবহাওয়াতেই দুর্দান্ত পারফরমেন্স দিয়ে থাকে। আসলে এই সাইকেলটি  IP67 রেটিং কম্পোন্যান্ট সিস্টেম ব্যবহার করা হয়েছে। যা চমৎকার জল এবং ধুলো প্রতিরোধ নিশ্চিত করে,এবং যে কোনো আবহাওয়াতেই দুর্দান্ত পারফরম্যান্স করে থাকে।

Avatar

anita

X