‘ন্যাশনাল ক্রাশ অব ইন্ডিয়া’ লিখে সার্চ করলে গুগলে উঠে আসবে রশ্মিকা মন্দনার নাম।
তবে গ্ল্যামার দুনিয়া মানেই বলিউড নয়, আর বলিউডে তন্ন তন্ন করে খুঁজলেও রশ্মিকাকে খুঁজে পাবেন না। কারণ এখনও বলিউডে তিনি পা রাখেননি। তিনি মূলত কন্নড় ফিল্মের নায়িকা। কন্নড় ছাড়া তেলুগু ফিল্মেও চুটিয়ে কাজ করছেন রশ্মিকা।
এই অল্প সময়ের মধ্যেই তিনি ১০০ কোটি টাকার মালিক হয়ে গিয়েছেন। সারা ভারত খুঁজলেও এমন কোনও অভিনেত্রী পাওয়া যাবে না যিনি এই অল্প সময়ে এত টাকা উপার্জন করে ফেলেছেন।
প্রচুর বিজ্ঞাপনেও দেখা গিয়েছে তাঁকে। তাঁর মিষ্টি হাসি তাঁকে ন্যাশনাল ক্রাশ করে তুলেছে। এর আগে বলি অভিনত্রী দিশা পাটানি হয়েছিলেন ন্যাশনাল ক্রাশ। সেই দৌড়ে দিশাকেও পিছনে ফেলে এগিয়ে এলেন রশ্মিকা।
আগামী বছরে কন্নড়, তামিল এবং তেলুগু মিলিয়ে আরও ৪টি নতুন ফিল্ম মুক্তি পেতে চলেছে তাঁর।