Jio

anita

Jio: বিনামূল্যে রিচার্জ প্ল্যান আনছে রামদেবের পতঞ্জলি সিম কার্ড! হাত কামড়াচ্ছে Jio-Airtel-VI

নিউজ শর্ট ডেস্ক: মাস গেলে মোবাইলের পিছনে গাদা গাদা টাকা খরচ করতে গিয়ে বিরক্ত হয়ে যান সবাই। তাই এবার সকলের জন্য এসে গেল খুব বড় একটা খুশির খবর। যা শুনলে এবার থেকে গ্রাহকরা নিজে থেকেই জিও (Jio) এবং অন্যান্য সমস্ত টেলিকম কোম্পানির সিম ব্যবহার করা ছেড়ে দেবেন ।

   

এবার দেশ জুড়ে চালু হচ্ছে বাবা রামদেবের (Baba Ramdev) পতঞ্জলি সিম কার্ড (Patanjali Sim Card)। এবার সবাই খুব সহজেই পতঞ্জলির এই সিম কিনতে পারবেন । এবার পতঞ্জলির এই সিম কার্ডে এমন এমন সব অফার পাওয়া যাচ্ছে যে এই সিম একবার ব্যবহার করলে এবার থেকে মানুষ জিও এয়ারটেল অথবা ভিআই এর মত টেলিকম কোম্পানির সিমগুলি ব্যবহার করাই ছেড়ে দেবেন।

আসলে মূল্য বৃদ্ধির বিষয়টিকে নজরে রেখে সমস্ত টেলিকম কোম্পানি নিজেদের রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়ে দিয়েছে। এই পরিস্থিতিতে খরচ বাঁচানোর জন্য সমস্ত গ্রাহক এমন কোন রিচার্জ প্ল্যানের সন্ধানে রয়েছেন যাতে বিনামূল্যে রিচার্জ প্ল্যান সহ ফ্রিতে ইন্টারনেট পরিষেবাও পাওয়া যাবে।

জিও,Jio,বাবা রামদেব,Baba Ramdev,পতঞ্জলি সিম কার্ড,Patanjali Sim Card,রিচার্জ প্ল্যান,Recharge Plan,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

তাই যদি এবার গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখেই এবার পতঞ্জলি সিম কার্ডের তরফ থেকে এসে গেল একটি দারুণ সুখবর । কারণ এবার থেকে এই পতঞ্জলি সিম কার্ডে চালু হচ্ছে বিনামূল্যের রিচার্জ প্ল্যান।

আরও পড়ুন: বন্দেভারতে প্রবীণ নাগরিকদের জন্য জবরদস্ত খবর! এবার মিলবে এই বিশেষ সুবিধা

পতঞ্জলির সিম কার্ডে কি কি সুবিধা পাওয়া যাবে?

জানা যাচ্ছে পতঞ্জলির সিম কার্ডে প্রত্যেকেই বিনামূল্যে রিচার্জ প্ল্যান, ইন্টারনেট পরিষেবাসহ পাবেন একগুচ্ছ সাবস্ক্রিপশন। কিন্তু এর বিশেষত্ব এই যে এই টেলিকম কোম্পানির তরফ থেকে সিমও দেওয়া হচ্ছে বিনামূল্যে। পতঞ্জলির এই বিনামূল্যের সিম কার্ডে প্রত্যেককে এক বছরের জন্য ফ্রি রিচার্জ প্ল্যান এর সুবিধা দেওয়া হবে। যাতে আনলিমিটেড কলিং এর সাথেই ২ জিবি করে ইন্টারনেটের সুবিধা সহ ১০০ টি এসএমএসের সুবিধা পাওয়া যাবে।

জিও,Jio,বাবা রামদেব,Baba Ramdev,পতঞ্জলি সিম কার্ড,Patanjali Sim Card,রিচার্জ প্ল্যান,Recharge Plan,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

কীভাবে পতঞ্জলির সিম কার্ড পাওয়া যাবে?

পতঞ্জলির সিম কার্ড কেনার জন্য প্রথমে সবাইকে এমন একজন রিটেলারের কাছে যেতে হবে, যার কাছে বিএসএনএলের সিম পাওয়া যায় । সকলেই জানেন বিএসএনএল এই সিম হলো একটি সরকারি সিম। ওই রিটেলারের কাছ থেকেই পতঞ্জলি সিম কার্ড পাওয়া যাবে। আসলে পতঞ্জলির এই সিমকার্ড সরকারি টেলিকম কোম্পানি বিএসএনএলের সাথে মিলেই লঞ্চ করা হয়েছে।