Papiya Paul

দুর্দান্ত প্ল্যান এনে বাজিমাত বিএসএনএলের! স্বল্প খরচে মিলছে ৩০ Mbps হাই স্পিড ইন্টারনেট ডাটা

আজকের দিনে দাঁড়িয়ে ইন্টারনেট গোটা বিশ্বের মানুষের কাছে যে কতটা প্রয়োজনীয় বিষয় হয়ে দাঁড়িয়েছে, তা হয়তো বোঝা যায় সেই সময়, যখন ইন্টারনেটের অবস্থা খারাপ থাকে। ইন্টারনেট ছাড়া এখন গোটা দুনিয়াটা যেন অচল। অফিস থেকে শুরু করে আদালত, স্কুল-কলেজ সমস্ত জায়গাতেই ইন্টারনেটের কাজ সবথেকে বেশি। ইন্টারনেটে চাহিদা দিনের পর দিন বেড়ে যাওয়ার কারণনেই প্রত্যেকেই আমরা খুঁজে থাকি কম খরচায় ইন্টারনেটের সুবিধা পেতে।

   

এবারে কম খরচে ইন্টারনেটের সুবিধা দিতে বিশেষ প্ল্যান নিয়ে হাজির হয়েছে বিএসএনএল। বিএসএনএল গ্রাহকদের এবার ৩৯৯ টাকায় একটি এন্ট্রি লেভেল ব্রডব্যান্ড প্ল্যান দিচ্ছে যা অত্যন্ত আকর্ষণীয়। এই প্ল্যানে ডেটা স্পিড থাকবে ৩০ এমবিপিএস। এই প্ল্যান ৩০ দিনের জন্য বৈধ্য থাকবে। ৩৯৯ টাকা এন্ট্রি লেভেল ফাইবার ব্রডব্যান্ড প্ল্যান পাওয়া যাবে, তাতে মোট ১০০০ জিবি ডেটা থাকবে। ডেটা যদি শেষ হয়ে যায় সে ক্ষেত্রে ইন্টারনেটের গতি থাকবে ২ এমবিপিএস। বিএসএনএলের প্ল্যান যখন শেষ হয়ে যাবে তারপরে এই ব্রডব্যান্ড প্ল্যানটি অটোমেটিক ৪৯৯ টাকার প্ল্যানে পরিবর্তিত হয়ে যাবে।

এই প্ল্যানটি শুধুমাত্র গুজরাট, তামিলনাড়ু, তেলেঙ্গানা, কেরালাতেই পাওয়া যাবে। বিএসএনএল এই প্ল্যানের ৩৯৯ টাকা যদি আমাজন পে, অথবা আইসিআই ব্যাংক এর তরফ থেকে রিচার্জ করা হয় তবে সে ক্ষেত্রে ২ পার্সেন্ট ক্যাশব্যাক পাওয়া যাবে। এই প্ল্যানটিতে গ্রাহকরা ৩.৩ টি.বি ডেটা পাবেন। এছাড়াও পাওয়া যাবে এই প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলিং।

বিএসএনএলের তরফ থেকে ৭৪৯ টাকার একটি সুপার প্রিমিয়াম প্ল্যান আনা হচ্ছে। যেখানে ১০০ জিবি ডেটা দেওয়া হবে ডেটার স্পিড থাকবে ১০০এমবিপিএস। এছাড়া রয়েছে আরও একটি সুপার প্রিমিয়াম ৯৪৯ টাকায়। এখানে বিএসএনএল গ্রাহকরা পাবেন ২০০ জিবি ডেটা এবং যার স্পিড ১৫০এমবিপিএস। এই প্ল্যানটিতে থাকছে কিছু অ্যাপস সাবস্ক্রিপশন করার সুযোগ যেমন ভুট সিলেট, সনি লাইভ প্রিমিয়াম।