Passport Renew

Papiya Paul

Passport Renew: ঘরে বসেই সস্তায় পাসপোর্ট রিনিউ! জানুন খরচ কত? কিভাবে অনলাইনে রিনিউ করবেন?

নিউজশর্ট ডেস্ক: পাসপোর্ট (Passport) একটি গুরুত্বপূর্ণ নথি হিসেবে কাজ করে। এটি নাগরিকতার পরিচয়, পর্যটক , ব্যবসা সংক্রান্ত বিষয় কিংবা শিক্ষা সংক্রান্ত কাজকর্ম বা ভ্রমণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনি যদি বিদেশ ভ্রমনে যেতে চান। তাহলে এই নথির বৈধতা ঠিক রাখা বিশেষ গুরুত্বপূর্ণ। ভারতীয় পাসপোর্ট ইস্যু করার তারিখ থেকে ১০ বছরের জন্য বৈধ থাকে। এরপরই রিনিউ(Passport Renew)  করার প্রয়োজন হয়।

   

এক্ষেত্রে রিনিউ করার জন্য মেয়াদ শেষ হওয়ার তিন বছর পর্যন্ত বা মেয়াদ শেষ হওয়ার এক বছর আগে পর্যন্ত রিনিউ করা যেতে পারে। তবে এক্ষেত্রে রিনিউ করার সময় যাতে কোন সমস্যা না হয় তাই মেয়াদ শেষ হওয়ার অন্তত নয় মাস আগে এই রিনিউ প্রক্রিয়া শুরু করার সুপারিশ দেওয়া হয়। তবে ছয় মাসের মধ্যে রিনিউ করা সম্ভব হয়ে যায়।

কিন্তু অনেক ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হয়, তাই সমস্যা যাতে না হয় এর জন্য আগে থেকে তোড়জোড় শুরু করা উচিত। নাবালকদের ক্ষেত্রে পাসপোর্ট পাঁচ বছরের জন্য বা ১৮ বছর না হওয়া পর্যন্ত বৈধ রয়েছে। এরপর পরবর্তীকালে তারা অনলাইন পদ্ধতি অনুসরণ করে পাসপোর্ট পুনর্নবীকরণের জন্য বেছে নিতে পারে। এক্ষেত্রে ১৫ থেকে ১৮ বছর বয়সী নাবালকদের ১০ বছর স্থায়ীভাবে একটি পূর্ণ ও বৈধ পাসপোর্ট পাওয়ার বিকল্প আছে।

আরও পড়ুন: বিনামূল্যে মিলবে অতিরিক্ত সুবিধা, OTT সাবস্ক্রিপশন, Jio-র সস্তার প্ল্যানে মাথায় হাত Airtel-র

অনলাইনে কিভাবে পাসপোর্ট রিনিউ করা যায় সেই সম্পর্কে একটি সহজ নির্দেশিকা রয়েছে। এটি সঠিকভাবে পূরণ করলে আপনি ঘরে বসেই অনলাইনে পাসপোর্ট রিনিউ করতে পারবেন। কিভাবে অনলাইনে পাসপোর্ট রিনিউ করা যায় চলুন তার উপায় জেনে নেওয়া যাক-
১) এর জন্য প্রথমে আপনাকে পাসপোর্ট সেবা ওয়েবসাইটে যেতে হবে।
২) এরপর নতুন ব্যবহারকারী হিসেবে রেজিস্টার করতে হবে। আর যদি আপনি পুরনো ব্যবহারকারী হন তাহলে লগ ইন করতে হবে।
৩) এরপর আপনাকে Apply for Fresh Passport/ Re-issue of Passport অপশন-এ ক্লিক করতে হবে।
৪) এরপরে আপনাকে Click here to fill the application form এই অপশনে সিলেক্ট করতে হবে।
৫) এরপরে আপনার পরিবার এবং ঠিকানা সহ সম্পূর্ণ তথ্য পূরণ করতে হবে।
৬) তারপরে জরুরী যোগাযোগের বিবরণ এবং পূর্ববর্তী পাসপোর্টের সমস্ত বিবরণ লিখতে হবে।
৭) তারপরে আপনাকে স্ব ঘোষণায় সম্মতি দিয়ে এবং ফর্ম জমা দিতে হবে।
৮) এরপরে ফর্ম জমা দেওয়ার পরে পাসপোর্ট রিনিউ ফি প্রদান করতে হবে এবং একটি এপয়েন্টমেন্ট নির্ধারণ করতে হবে।

আবেদন ফি –
এক্ষেত্রে ১০ বছরের মেয়াদে ৩৬ পেজের ভিসা বুকলেট সহ নতুন পাসপোর্ট কিংবা পাসপোর্ট পুনরায় ইস্যু করার জন্য খরচ করতে হবে ১৫০০ টাকা।

আর ১০ বছরের মেয়াদে ৬০ পেজের ভিসা বুকলেট সহ নতুন পাসপোর্ট কিংবা পাসপোর্ট পুনরায় ইস্যু করার জন্য খরচ করতে হবে ২০০০ টাকা।

আর অপ্রাপ্তবয়স্কদের জন্য নতুন পাসপোর্ট কিংবা পুনরায় পাসপোর্ট ইস্যু করা অর্থাৎ ১৮ বছরের কম বয়সী এক্ষেত্রে ৩৬ পেজের ভিসা বুকলেট সহ খরচ পড়বে ১০০০ টাকা।