টলিউড,বিনোদন,ধারাবাহিক,টেলিভিশন,গুড্ডি নতুন এপিসোড,ভিডিও,Tollywood,Entertainment,Gossip,Serial,Television,Guddi,New Episode,Video

যুধার প্রাক্তনের ছবি দেখে চমকে গেল জেঠুমণি, কী যোগসুত্র রয়েছে তাদের? ‘গুড্ডি’তে আসছে নতুন টুইস্ট

পুরো ১৮০ ডিগ্রি ফ্লিপ করে গেছে স্টার জলসার ‘গুড্ডি’ সিরিয়ালটি। আগে যে ধারাবাহিকের নাম শুনলেও মানুষ বিরক্ত হত এখন সেই ধারাবাহিক দেখার জন্যেই অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে সবাই। আর এর পুরো ক্রেডিটটাই দিতে হয় ধারাবাহিকের নতুন চরিত্র যুধাজিৎকে। এন্ট্রি নিতেই বাজিমাত করেছেন দেবোত্তম মজুমদার।

সত্যি কথা বলে কি গুড্ডি-অনুজ-শিরিনের সম্পর্কের জটিলতা অধৈর্য্য করে তুলেছিল মানুষকে। স্বামী-স্ত্রীর সহজ এবং গভীর সম্পর্ককে বড্ড বেশিই জটিল করে তুলেছিলেন লীনা গাঙ্গুলী। আর এই কারণে কম ট্রোল হননি লীনা গাঙ্গুলীও। আর তারপরেই খানিক হুঁশে ফিরেছেন লেখিকা।

যারা ‘গুড্ডি’র নিয়মিত দর্শক তারা তো জানেনই যে, গুড্ডির জন্য অনুজের বাড়িতে সম্বন্ধ নিয়ে গেছে যুধাজিৎ-র মা। আর এই প্রস্তাব শুনে আকাশ থেকে পড়েছে অনুজ। যদিও বাড়ির লোকজন অর্থাৎ টুটুল, ডোডুল, জেঠুমণি এবং মিঠি এই খবরে বেজায় খুশি। টুটুল এবং ডোডুল তো প্রকাশও করে দেয় নিজেদের খুশির কথা।

টলিউড,বিনোদন,ধারাবাহিক,টেলিভিশন,গুড্ডি নতুন এপিসোড,ভিডিও,Tollywood,Entertainment,Gossip,Serial,Television,Guddi,New Episode,Video

কিন্তু সবাই রাজি থাকলেও আপত্তি জানায় অনুজ। এই নিয়ে কথা কাটাকাটিও হয় অনুজ আর যুধার মধ্যে। যদিও অনুজকে শেষমেশ পরাস্তই হতে হয়েছে। এবং বাড়ির সবাই মিলে ঠিক করে এরপর গুড্ডির সাথে কথা বলেই বিয়ের ব্যাপারে আগানো যাবে। এবং ডোডুল প্রস্তাব দেয় যে, বিয়েটা হলে তাদের বাড়ি থেকেই হবে।

টলিউড,বিনোদন,ধারাবাহিক,টেলিভিশন,গুড্ডি নতুন এপিসোড,ভিডিও,Tollywood,Entertainment,Gossip,Serial,Television,Guddi,New Episode,Video

এরপর যুধাজিৎ এবং তার মা চ্যাটার্জি বাড়ি থেকে চলে গেলে বিষয়টা নিয়ে আলোচনা করতে বসে সবাই। সেখানে একটা কথা স্পষ্ট হয়ে যায় যে, অনুজ এই বিয়েতে মোটেও রাজি নয়। যদিও তার কথার বিশেষ গুরুত্ব দেয়না বাড়ির লোকজন। তবে সেই সময়ই মিঠি যুধাজিৎ-র পার্স খুঁজে পায়। আসলে ভুল করে সে পার্সটি ফেলে গেছে। আর এখানেই রয়েছে টুইস্ট।

আগামীকাল দেখতে পাবেন যে, এই পার্সে এমন একজনের ছবি আছে যাকে জেঠুমণি এবং মাম্মাম চেনে। ছবি দেখে তো একপ্রকার চমকেই যায় দুজনে। যদিও ছবিটি ঠিক কার তা জানার জন্য আরও একটু অপেক্ষা করতে হবে। তবে নেটিজেনদের ধারণা এটি যুধার প্রাক্তনেরই ছবি। এরপরের ঘটনা সম্পর্কে আপডেট পেতে চোখ রাখুন আমাদের পোর্টাল Newzshort.com এ ।

Avatar

Moumita

X