Arijit

ভারতের এই তারকাকে অধিনায়ক হিসেবে দলে নিয়ে বিরাট চমক দিল আমেদাবাদ, চাপে অন্যরা

এবার আইপিএলে দুটি নতুন দলের অন্তর্ভুক্তি ঘটেছে। একটি হল আমেদাবাদ অপরটি হল লখনৌউ। অর্থাৎ এবার দশ দলের আইপিএল হবে। ইতিমধ্যেই লখনৌউ এর খেলা একপ্রকার নিশ্চিত হয়ে গেলেও আমেদাবাদে খেলা নিয়ে তৈরি হয়েছিল সংশয়। অবশেষে আইপিএল খেলার জন্য বিসিসিআইয়ের ছাড়পত্র পেয়ে গেল আমেদাবাদ ফ্রাঞ্চাইজি।

   

আইপিএল খেলার জন্য বিসিএসআই এর ছাড়পত্র পাওয়ার পরই সব থেকে বড় চমক ছিল গুজরাটের এই ফ্র্যাঞ্চাইজি দলটি। অধিনায়ক হিসেবে তুলে নিলেন ভারতের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে।

এবারের নিলামে হার্দিক পান্ডিয়া কে ছেড়ে দিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। এর ফলে সরাসরি মেগা নিলামে উঠার কথা ছিল হার্দিক পান্ডিয়ার। তবে তার আগেই হার্দিক পান্ডিয়া কে দলে নিয়ে এবং তাকে অধিনায়ক করে চমক দিল আমেদাবাদ ফ্র্যাঞ্চাইজি।

অধিনায়ক হিসেবে প্রথমে শোনা গিয়েছিল শ্রেয়স আইয়ারের নাম। তবে হটাৎ করেই ঘরের ছেলে হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক করে চমক ছিল আমেদাবাদ ফ্র্যাঞ্চাইজি। এছাড়াও মুম্বইয়ের ছেড়ে দেওয়া আর এক ক্রিকেটার ঈশান কিশনও নাকি আমদাবাদে যোগ দিতে পারেন। সানরাইজার্স হায়দরাবাদ ছেড়ে দেওয়া আফগানিস্তানের তারকা অফস্পিনার রশিদ খানকেও তুলে নিতে চাইছে আমদাবাদ।