Papiya Paul

টিআরপি তালিকায় জয়জয়কার জি বাংলার, পিছিয়ে গেল স্টার জলসা

প্রতি সাপ্তাহে টিআরপি তালিকা প্রকাশিত হয় প্রত্যেক চ্যানেলের তরফ থেকে। কিন্তু কালীপূজা দীপাবলি অথবা ভাইফোঁটা উপলক্ষে এই তালিকা প্রকাশ করা সম্ভব হয়নি গত সপ্তাহে। তাই চলতি সপ্তাহের শুরুতেই প্রকাশিত হয়ে গেল বাংলা ধারাবাহিকের রিপোর্ট কার্ড। প্রত্যেক বারের মতো এবারেও মিঠাই রয়েছে সর্বোচ্চ স্থানে। জি বাংলার মিঠাই এই সপ্তাহ তেও প্রথম হয়েছে ১১.১ পয়েন্ট পেয়ে। টানা ৩৩ সপ্তাহ শীর্ষে থাকার পর কৃষ্ণকলি ধারাবাহিকের রেকর্ড ভেঙ্গে দিল মিঠাই। গত সপ্তাহের মতো এই সপ্তাহের দ্বিতীয় স্থানে রয়েছে যমুনা ডাকি, ৮.৮ নম্বর পেয়ে।

   

গত সপ্তাহে পিছিয়ে থাকার পর অবশেষে আরো একবার এগিয়ে আসে সর্বজয়া, রয়েছে তৃতীয় স্থানে, ৮.৪ নম্বর পেয়ে। উমা রয়েছে চতুর্থ স্থানে,৮.১ নম্বর অর্জন করে। পঞ্চম স্থানে রয়েছে অপরাজিত অপু, তার প্রাপ্ত নম্বর ৭.৯। করুণাময়ী রানী রাসমণি ও পঞ্চম স্থানে রয়েছে একই নম্বর পেয়ে। বাংলা ধারাবাহিকের মধ্যে সেরা পঞ্চম স্থান অধিকার করে ফেলেছে জি বাংলা।

ষষ্ঠ স্থানে রয়েছে ধূলোকণা, প্রাপ্ত নম্বর ৭.১। মন ফাগুনের প্রাপ্ত নম্বর ৭। অষ্টম স্থানে রয়েছে শ্রীময়ী, ৬.৯ নম্বর পেয়ে। এই পথ যদি না শেষ হয় রয়েছে নবম স্থানে, ৬.৭ নম্বর জোগাড় করে। পাকিস্তান অর্জন করেছে করি খেলা। দশম স্থান অর্জন করে রয়েছে খরকুটো এবং কৃষ্ণকলি, ৬.৪ নম্বর পেয়ে।

টিআরপির দিক থেকে বাজিমাত করেছে দাদাগিরি, প্রাপ্ত নম্বর ৬.৮। তবে ডান্স বাংলা ডান্স ৫ নম্বর পেয়ে অনেকটাই নেমে গেছে তালিকা থেকে।